মৃত্যুশূন্য দিনে শনাক্ত ১৭৩

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে কারো মৃত্যু হয়নি। এর ফলে দেশে করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৩১৫ জনেই রয়েছে। তবে একদিনে নতুন রোগী শনাক্ত হয়েছেন ১৭৩ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২০ লাখ ৯ হাজার ৯৭০ জন।
আজ রোববার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর স্বাক্ষরিত করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ৮৮০টি চলমান পরীক্ষাগারে চার হাজার ৬১৩টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় চার হাজার ৬০৩টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল এক কোটি ৪৭ লাখ চার হজার ৮০৭টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯৬ লাখ ৮৬ হাজার ৯৯টি নমুনা এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫০ লাখ ১৮ হাজার ৭০৮টি নমুনা পরীক্ষা করা হয়।
এ সময় সারাদেশে বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৩৭২ জন। এ নিয়ে দেশে সুস্থ হয়েছেন মোট ১৯ লাখ ৫৩ হাজার ৭৪০ জন রোগী।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার তিন দশমিক ৭৬ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬৭ ভাগ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ২০ ভাগ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৬ ভাগ।
প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আর প্রথম করোনা রোগীর মৃত্যু হয় ওই বছরের ১৮ মার্চ।
-
০৬ জুন, ২০২৩
-
০২ জুন, ২০২৩
-
৩১ মে, ২০২৩
-
৩০ মে, ২০২৩
-
৩০ মে, ২০২৩
-
২৭ মে, ২০২৩
-
২৬ মে, ২০২৩
-
০৯ মে, ২০২৩