মাঙ্কিপক্সের মর্যাদাকর নাম আহ্বান

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাস থেকে বিশ্ব মুক্ত হওয়ার পূর্বেই ‘মাঙ্কিপক্স’ নামে নতুন একটি রোগ উঁকি দিচ্ছে। এর নাম পরিবর্তন করে নতুন নাম দিতে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তাই দ্রুত ছড়িয়ে পড়া ভাইরাসের অমর্যাদাকর নাম বাছাইয়ের জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। জেনেভায় সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র ফাদেলা চাইব এ কথা জানিয়েছেন।
মঙ্গলবার (১৬ আগস্ট) আল জাজিরার প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।
সম্মেলনে ফাদেলা চাইব জানান, মানুষের মধ্যে ছড়িয়ে পড়া এই ভাইরাসের নামকরণ আগেই হয়েছে। এখন অমর্যাদাকর নয় এমন একটি নামের আহ্বান জানানো হয়েছে । কোনো জাতিগত গোষ্ঠী, অঞ্চল, দেশ বা প্রাণীর প্রতি যেন কোনো অপরাধ করা না হয়, সে জন্যই ভাইরাসটির নতুন নাম খোঁজ করা হচ্ছে।
বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, নামটি প্রাণিদের জন্য কলঙ্কজনক হতে পারে। কারণ এই রোগের নামের সঙ্গে বানর প্রজাতির নামের সম্পর্ক রয়েছে। সম্প্রতি ব্রাজিলে রোগের ভয়ে মানুষ বানরের ওপর আক্রমণও চালিয়েছে।
এই ভাইরাসটি মূলত ১৯৫৮ সালে ডেনমার্কে গবেষণার জন্য রাখা বানরের মধ্যে শনাক্ত করা হয়েছিল। তবে এই রোগটি বেশ কয়েকটি প্রাণীর মধ্যে পাওয়া যায় এবং প্রায়শই ইঁদুরের মধ্যে পাওয়া যায়। কঙ্গো প্রজাতন্ত্রে ১৯৭০ সালে মানুষের মধ্যে এই রোগটি প্রথম শনাক্ত হয়।