০৪ অগাস্ট, ২০২২ ০৭:৫৭ পিএম

বিএসএমএমইউর উদ্যোগে স্বাভাবিক জীবনে ছয় শতাধিক শ্রবণ প্রতিবন্ধী শিশু

বিএসএমএমইউর উদ্যোগে স্বাভাবিক জীবনে ছয় শতাধিক শ্রবণ প্রতিবন্ধী শিশু
কক্লিয়ার ইমপ্ল্যান্ট প্রকল্পের মাধ্যমের বিএসএমএমইউতে ছয় শতাধিক শ্রবণ প্রতিবন্ধী শিশু স্বাভাবিক জীবন পেয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উদ্যোগে কক্লিয়ার ইমপ্ল্যান্টের মাধ্যমে স্বাভাবিক জীবন ফিরে পেয়েছে ছয় শতাধিক শ্রবণ প্রতিবন্ধী শিশু।

আজ বৃহস্পতিবার (৪ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন বিএসএমএমইউর জনসংযোগ বিভাগের সহকারী কর্মকর্তা সুব্রত মন্ডল।

তিনি বলেন, কক্লিয়ার ইমপ্ল্যান্ট প্রকল্পের মাধ্যমের বিএসএমএমইউতে ছয় শতাধিক শ্রবণ প্রতিবন্ধী শিশু স্বাভাবিক জীবন পেয়েছে। কক্লিয়ার লাগালে প্রতিবন্ধী শিশুরা শুনতে পারে ও কথা বলতে পারে। কক্লিয়ার লাগানো শিশুরা এখন সুস্থ আছে এবং অন্যান্যদের স্বাভাবিক জীবন-যাপন করছে।

এদিকে বিএসএমইউতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তায় সম্পূর্ণ শ্রবণ প্রতিবন্ধী শিশুদের জন্য কক্লিয়ার ইমপ্ল্যান্ট সম্পূর্ণ বিনামূল্যে প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি আগামী ৭ আগস্ট বিএসএমএমইউর এ ব্লক অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল (বিএমআরসি) অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী। সভাপতিত্ত্ব করবেন বিএসএমএমইউর ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক