সিওমেক শিক্ষার্থীদের ওপর হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

মেডিভয়েস রিপোর্ট: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী নাইমুর রহমার ইমন ও তৃতীয় বর্ষের শিক্ষার্থী রুদ্র নাথের ওপর হামলার ঘটনায় মামলার প্রধান আসামি দিব্য সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (৩ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
সিলেট মহানগর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী আজ বৃহস্পতিবার (৪ আগস্ট) মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেপ্তার দিব্য শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় হওয়া মামলার এজাহারভুক্ত প্রধান আসামি।
প্রসঙ্গত, এর আগে গত ১ আগস্ট সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পঞ্চম বর্ষের ছাত্র নাইমুর রহমার ইমন ও মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র রুদ্র নাথকে কুপিয়ে জখম করেন বহিরাগত সন্ত্রাসীরা। হামলার ঘটনায় আন্দোলনে নামেন ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। তাদের হয়ে সেবা বন্ধ রেখে হাসপাতাল ছেড়ে রাস্তায় নামেন ইন্টার্ন চিকিৎসকরা।
শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মঙ্গলবার দুটি মামলা হয়েছে। কলেজ প্রশাসন ও হাসপাতাল প্রশাসনের দায়ের করা দুই মামলায় ৮ জনের নাম উল্লেখ করা হয়েছে।
বিশেষ সাক্ষাৎকার
ইন্টার্নদের ভাতা ৩০ হাজার টাকা হওয়া উচিত: মুগদা মেডিকেল অধ্যক্ষ
আসছে নতুন কাব্যগ্রন্থ
সাহিত্য চর্চায় আনন্দ খুঁজে পাই: অধ্যাপক মোশাররফ হোসেন
