করোনায় আরও তিন জনের মৃত্যু, শনাক্ত ৩৪৯

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৯ হাজার ২৮৮ জন। একই সময়ে ৩৪৯ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২০ লাখ চার হাজার ৮৯২জন।
আজ শনিবার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর স্বাক্ষরিত করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ৮৮০টি চলমান পরীক্ষাগারে পাঁচ হাজার ১১৮টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় পাঁচ হাজার ২৫৬টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল এক কোটি ৪৬ লাখ দুই হাজার ৯১৭টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯৬ লাখ ১৩ হাজার ৫৭৩টি নমুনা এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৯ লাখ ৮৯ হাজার ৩৪৪টি নমুনা পরীক্ষা করা হয়।
এ সময় সারাদেশে বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৭৬৩ জন। এ নিয়ে দেশে সুস্থ হয়েছেন মোট ১৯ লাখ ৪১ হাজার ৫৪২ জন রোগী।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছয় দশমিক ৬৪ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৭৩ ভাগ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৮৪ ভাগ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৬ ভাগ।
প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আর প্রথম করোনা রোগীর মৃত্যু হয় ওই বছরের ১৮ মার্চ। দেশে এ পর্যন্ত করোনায় ২৯ হাজার ২৮৮ জন মানুষ মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ১৮ হাজার ৬৯৪ জন ও নারী ১০ হাজার ৫৯৪ জন।
-
২৬ জানুয়ারী, ২০২৩
-
২২ জানুয়ারী, ২০২৩
-
১১ জানুয়ারী, ২০২৩
-
৩০ ডিসেম্বর, ২০২২
-
৩০ ডিসেম্বর, ২০২২
-
২৭ ডিসেম্বর, ২০২২
-
২৭ ডিসেম্বর, ২০২২
-
২৭ ডিসেম্বর, ২০২২
-
২৭ ডিসেম্বর, ২০২২
