২৬ জুলাই, ২০২২ ০৫:১৭ পিএম

চকরিয়ায় সরকারি ওষুধ বিক্রি, ফার্মেসি সিলগালা

চকরিয়ায় সরকারি ওষুধ বিক্রি, ফার্মেসি সিলগালা
ঘটনাস্থলে পরিদর্শনে গিয়ে ফার্মেসিতে সরকারি ওষুধ পেয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

মেডিভয়েস রিপোর্ট: কক্সবাজারের চকরিয়া উপজেলায় সরকারি ওষুধ বিক্রির অভিযোগে একটি ফার্মেসিকে সিলগালা করা হয়েছে। সোমবার ( ২৫ জুলাই) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফেসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘সোমবার (২৫ জুলাই) বদরখালি বাজারের এমদাদ ফার্মেসিতে সরকারি ওষুধ বিক্রয় হচ্ছে বলে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযোগ আসে। বিষয়টি জানার জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. শোভন দত্তের নির্দেশে স্বাস্থ্য বিভাগের একটি টিম ফার্মেসিতে অভিযান পরিচালনা করেন। সত্যতা মেলায় সঙ্গে সঙ্গে ওই ফার্মেসিকে সিলগালা করা হয়।’

সরকারি ওষুধ পাওয়ার সত্যতা নিশ্চিত করে চকরিয়ার ইউএইচএফপিও ডা. শোভন দত্ত আজ মঙ্গলবার (২৬ জুলাই) মেডিভয়েসকে বলেন, ‘মালিক আসলে অভিযোগ নিষ্পত্তি করা হবে, এজন্য অতিরিক্ত তালা দেওয়া হয়েছিল। বর্তমানে ফার্মেসি খোলাও আছে।’

তিনি আরও বলেন, ‘গত রোববার (২৪ জুলাই) বদরখালি বাজারের এমদাদ ফার্মেসিতে সরকারি ওষুধ বিক্রয় হচ্ছে বলে অভিযোগ পেয়েছিলাম। অভিযোগের ভিত্তিতে স্বাস্থ্য বিভাগের একটি টিম সেখানে পরিদর্শনে যান। ঘটনাস্থলে গিয়ে ফার্মেসিটি বন্ধ দেখে মালিকের সঙ্গে ফোনে যোগাযোগ করা হয়। যেহেতু একটি অভিযোগ আসছে, সময় পেলে তিনি সেটি (সরকারি ওষুধ) সরিয়ে ফেলবেন। তাই ফার্মেসিতে একটি অতিরিক্ত তালা দেওয়া হয়।’

ফার্মেসিতে সরকারি ওষুধ পাওয়া গেছে জানিয়ে ডা. শোভন বলেন, সোমবার (২৫ জুলাই) স্বাস্থ্য বিভাগের টিম পুনরায় ঘটনাস্থলে পরিদর্শনে গিয়ে ফার্মেসিতে কিছু সরকারি ওষুধ পেয়েছেন। ওষুধগুলো জব্দ করা হয়েছে। 

তিনি আরও বলেন, ‘এসব ওষুধ কোন ব্যাচের বা কোন প্রতিষ্ঠান থেকে এসেছে তা খতিয়ে দেখা হচ্ছে। ফার্মেসির মালিক থেকে মুচলেকা নিয়েছি, তবে ফার্মেসি বন্ধ করা হয়নি।’

সরকারি ওষুধ কিভাবে ফার্মেসিতে গেছে এমন প্রশ্নের জবাবে ডা. শোভন বলেন, তদন্ত করে বলা যাবে ওষুধ কিভাবে ফার্মেসিতে গেছে। তবে ফার্মেসির মালিকের দাবি, একজন গ্রাহক ভুলবশত ওষুধ রেখে গেছেন। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক