মাঙ্কিপক্সকে বৈশ্বিক জরুরি স্বাস্থ্য পরিস্থিতি ঘোষণা

মেডিভয়েস ডেস্ক: মাঙ্কিপক্স ভাইরাসের শনাক্ত বাড়তে থাকায় উদ্বেগ জানিয়ে বৈশ্বিক জরুরি জনস্বাস্থ্য পরিস্থিতি ঘোষণা ও সর্বোচ্চ সতকর্তা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
আজ শনিবার (২৩ জুলাই) ডব্লিউএইচওর কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ডব্লিউওএইচও মাংকিপক্স প্রার্দুভাবটিকে পুরো দুনিয়ার মানুষের স্বাস্থ্যের জন্য একটি উল্লেখযোগ্য হুমকি হিসেবে দেখছে। বিশ্বের ৭৫টির বেশি দেশে ১৬ হাজারের বেশি মানুষ এখন পর্যন্ত এই রোগে শনাক্ত হয়েছে বলে জানান ডব্লিউএইচও’র মহাপরিচালক টেড্রোস আডানম গেব্রিয়াসিস।
তিনি বলেন, মাঙ্কিপক্সের প্রাদুর্ভাবের ফলে এ পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে। বর্তমানে এই ধরনের আরও দুটি স্বাস্থ্য জরুরী অবস্থা রয়েছে - করোনভাইরাস মহামারি এবং পোলিও নির্মূলের অব্যাহত প্রচেষ্টা। তবে সঠিক কৌশলের মাধ্যমে মাংকিপক্সের প্রাদুর্ভাব মোকাবিলা করা যেতে পারে।
-
১৭ অগাস্ট, ২০২২
-
৩০ জুলাই, ২০২২
-
২৩ জুলাই, ২০২২
-
২৩ জুলাই, ২০২২
-
১৫ জুলাই, ২০২২
-
০২ জুলাই, ২০২২
-
২৬ জুন, ২০২২
-
১০ জুন, ২০২২
-
০৯ জুন, ২০২২