২২ জুলাই, ২০২২ ১০:৪০ এএম

‘মৃত্যু পথের রোগীদের আপনজন হিসেবে পাশে থাকেন নার্সরা’

‘মৃত্যু পথের রোগীদের আপনজন হিসেবে পাশে থাকেন নার্সরা’
নার্সরা দক্ষ হলে সেবার মান বৃদ্ধি পাবে।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) কর্মরত নার্সদের মাসব্যাপী ‘পোস্ট বেসিক ক্রিটিক্যাল নার্সিং এডুকেশন অ্যান্ড ট্রের্নিং’ কর্মসূচির ৩২তম ব্যাচের প্রশিক্ষণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২১ জুলাই) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের সি-ব্লকের অ্যানেসথেসিয়া এন্যালজেসিয়া অ্যান্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগ আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন বিএসএমএমইউ’র ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, মৃত্যু পথের যাত্রী রোগীর অতি আপনজন হিসেবে পাশে থাকেন আইসিইউতে কর্মরত সেবিকরা। তারা দক্ষ হলে সেবার মান বৃদ্ধি পাবে। আইসিইউতে মৃত্যু পথযাত্রীদের ঝুঁকি কমানোই আজকের এ কর্মসূচি।

তিনি বলেন, সেবিকাদের দক্ষতা বৃদ্ধিতে নিশ্চই প্রশিক্ষকরা কারিকুলাম ফলো করেন। রোগীর সঙ্গে কেমন আচারণ করবে সেটির দিকেও নজর দিতে হবে। এজন্য সেবিকাসহ স্বাস্থ্যকর্মীদের আচারণ নিয়ে প্রতিটি প্রশিক্ষণে ‘রোগীর সঙ্গে আচারণ ব্যবস্থাপনা’ বিষয়টি রাখাও খুব জরুরি।

বিএসএমএমইউ ভিসি বলেন, ‘অর্থনৈতিক উন্নয়নে সেবিকারাও বেশ অবদান রাখতে পারবে। আমাদের কাছে অনেক বিদেশি স্বাস্থ্যসেবায় নিয়োজিত স্টোকহোল্ডার প্রশিক্ষিত ৫০ হাজার সেবিকাদের চাহিদা চেয়েছিলেন, আমরা দিতে পারেনি। দেশের পাশাপাশি বিদেশেও ভবিষ্যতে প্রশিক্ষিত নার্সদের চাহিদা আরও বাড়বে।’

অ্যানেসথেসিয়া এন্যালজেসিয়া অ্যান্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. দেবাশিস বনিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা এবং উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক। এ ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন অ্যানেসথেসিয়া এন্যালজেসিয়া অ্যান্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. কামরুল হুদা।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত