হাসপাতাল থেকে ফেরা হলো না ডা. ইসমাইলের

মেডিভয়েস রিপোর্ট: লিভার রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ডেন্টাল কলেজের ৮ম ব্যাচের শিক্ষার্থী ডা. ইসমাইল হাসান মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (১৮জুলাই) দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে দিল্লির অ্যাপোলো হাসপাতালে মারা যান তিনি।
আজ মঙ্গলবার (১৯ জুলাই) সকাল ১০টায় মেডিভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব অধ্যাপক ডা. হুমায়ুন কবির বুলবুল।
তিনি বলেন, ডা. ইসমাইল হাসান দুরারোগ্য লিভার রোগে আক্রান্ত হয়ে দিল্লির অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার লিভার ট্রান্সপ্লান্ট করা প্রয়োজন ছিলো। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
অধ্যাপক ডা. বুলবুল বলেন, লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে। তবে কখন আনা হবে এ বিষয়ে এখনি বলা যাচ্ছে না।
ডা. ইসমাইল হাসানের গ্রামের বাড়ি গাজীপুরে। সেখানেই তিনি স্ত্রী-সন্তান ও বাবা-মা নিয়ে বসবাস করতেন। গাজীপুরেই প্রাইভেট প্র্যাকটিস করতেন তিনি।
প্রসঙ্গত, ‘ডা. ইসমাইল হাসান চলতি বছরের ২৮ মে থেকে ৫ জুন পর্যন্ত রাজধানীতে একটি বেসরকারি মেডিকেল কলেজে চিকিৎসাধীন ছিলেন। সেখানে তার শারীরিক অবস্থা তেমন উন্নতি না হওয়ায় বসুন্ধরায় এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেও রোগ চিহিৃত করতে না পারায় পরবর্তীতে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করানো হয়।
বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক জানান, মাস খানেক যাবৎ ডা. ইসমাইলের লিভার ফেইলিউর অবস্থায় রয়েছে। তার লিভার ট্রান্সপ্ল্যান্ট করা খুবই জরুরি। দেশে লিভার ট্রান্সপ্লান্ট অত্যন্ত জটিল ও বিপজ্জনক বিধায় উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। সে অনুযায়ী শুক্রবার (১৫ জুলাই) ডা. ইসমাইলেকে ভারতের দিল্লিতে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।