দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত ডা. ইসমাইল, সহযোগিতার আবেদন

মেডিভয়েস রিপোর্ট: ডেন্টাল কলেজের ৮ম ব্যাচের শিক্ষার্থী ডা. ইসমাইল হাসান। লিভার রোগে আক্রান্ত হয়ে দিল্লির হাসপাতালে শয্যাশায়ী। চিকিৎসা অনেক ব্যয়বহুল হওয়ায় পরিবারের পক্ষে খরচ বহন করা সম্ভব হচ্ছে না। তাই বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্খীরা এ চিকিৎসককে বাঁচাতে সকলের কাছে সহযোগিতা চেয়েছেন।
তার চিকিৎসার বিষয়ে আজ সোমবার (১৮ জুলাই) ফেসবুক পোস্টে ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব অধ্যাপক ডা. হুমায়ুন কবির বুলবুল বলেন, সিটি ডেন্টাল কলেজের ৮ম ব্যাচের ছাত্র ডা. ইসমাইল হাসান দুরারোগ্য লিভার রোগে আক্রান্ত হয়ে দিল্লির অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন আছেন। জরুরি ভিত্তিতে তার লিভার ট্রান্সপ্লান্ট করা প্রয়োজন। পুরো চিকিৎসা প্রক্রিয়াটি ব্যয়সাপেক্ষ। গত দুই মাস যাবৎ তার চিকিৎসা ব্যয় বহন করে পরিবার সর্বস্বান্ত। মানবিক দিক বিবেচনা করে সকলের সহযোগিতা কামনা করছি।’
সহযোগিতা পাঠানোর ঠিকানা: MD. MAHASHIN SARKAR (চিকিৎসকের পিতা), একাউন্ট নম্বর: 111012600001114, মধুমতি ব্যাংক। এ ছাড়া সহযোগিতা পাঠাতে পারেন md.Mahashin sarkar (চিকিৎসকের পিতা), একাউন্ট নম্বর:0012700000822, প্রিমিয়ার ব্যাংক।
অধ্যাপক হুমায়ুন কবির বুলবুল মেডিভয়েসকে জানান, ডা. ইসমাইলের চিকিৎসা ব্যয় কোটি রুপির উপরে যেতে পারে বলে ধারণা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ইসমাইল পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তিনি অসুস্থ হওয়ায় পরিবারের পক্ষে চিকিৎসার এই বিশাল খরচ বহন করা অসম্ভব হয়ে পড়ছে। এজন্য সকল ডেন্টাল সার্জনের সহযোগিতা প্রয়োজন।
তিনি আরও জানান, ‘ডা. ইসমাইল হাসান চলতি বছরের ২৮ মে থেকে ৫ জুন পর্যন্ত রাজধানীতে একটি বেসরকারি মেডিকেল কলেজে চিকিৎসাধীন ছিলেন। সেখানে তার শারীরিক অবস্থা তেমন উন্নতি না হওয়ায় বসুন্ধরায় এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেও রোগ চিহিৃত করতে না পারায় পরবর্তীতে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করানো হয়।
বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক জানান, মাস খানেক যাবৎ ডা. ইসমাইলের লিভার ফেইলিউর অবস্থায় রয়েছে। তার লিভার ট্রান্সপ্ল্যান্ট করা খুবই জরুরি। দেশে লিভার ট্রান্সপ্লান্ট অত্যন্ত জটিল ও বিপজ্জনক বিধায় উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। সে অনুযায়ী শুক্রবার (১৫ জুলাই) ডা. ইসমাইলেকে ভারতের দিল্লিতে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসকদের বরাত দিয়ে ডা. বুলবুল আরও বলেন, পাসপোর্ট ও ভিসা জটিলতায় ভারতে নিতে দেরি হওয়ায় ইসমাইল এখন লিভার সমস্যার পাশাপাশি ফুসফুসজনিত রোগে ভুগছেন। বর্তমানে তিনি আর্টিফিসিয়াল ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন। তার ফুসফুস এখন ফাংগাল ইনফেকশনে জর্জরিত।
দেশের সকল ডেন্টাল সার্জনের সহানুভূতি পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করে অধ্যাপক ডা. বুলবুল বলেন, ‘একজন ডেন্টাল সার্জনের দুঃসময়ে সকল ডেন্টাল সার্জনের সহানুভূতি আশা করছি। সকল ডেন্টাল সার্জনের মহানুভবতায় যেন একজন ডেন্টাল সার্জনের পরিবার নতুন জীবন পায়, সেই আশা করছি।’