৮ সরকারি মেডিকেলের ডেন্টাল ইউনিটে ৯৩৬ নতুন পদ সৃজনের প্রস্তাব

মেডিভয়েস রিপোর্ট: দেশের আট সরকারি মেডিকেল কলেজে ডেন্টাল ইউনিটের রাজস্বখাতে ৯৩৬টি নতুন পদ তৈরির প্রস্তাব দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
রোববার (০৩ জুলাই) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব মল্লিকা খাতুন স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতাধীন ০৮টি সরকারি মেডিকেল কলেজের জন্য (রাজশাহী, চট্টগ্রাম, শহীদ সোহরাওয়ার্দী, স্যার সলিমুল্লাহ,সিলেট এম এ জি ওসমানী, ময়মনসিংহ, রংপুর ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ, বরিশাল) ডেন্টাল ইউনিটের রাজস্বখাতে ৯৩৬টি নতুন পদ সৃজনের প্রস্তাব নির্দিষ্ট ছক' পূরণপূর্বক প্রয়োজনীয় কাগজপত্রসহ এতদ্সংগে প্রেরণ করা হলো। প্রস্তাবটিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর সম্মতি রয়েছে (কপি সংযুক্ত)।’
এতে আরও বলা হয়েছে, ‘বর্ণিতাবস্থায় ০৮টি সরকারি মেডিকেল কলেজের জন্য ডেটাল ইউনিটের রাজস্বখাতে ১৩৬টি নতুন পদ সৃজনের সম্মতি প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’
এ প্রসঙ্গে ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব অধ্যাপক ডা. হুমায়ুন কবীর বুলবুল মেডিভয়েসকে বলেন, ‘সরকারি মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটগুলো চালু হয়েছে ২০১২ সালে। ২০১৮ সালে বাংলাদেশ ডেন্টাল সোসাইটির প্রস্তাবনায় আটটি মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের জন্য ৬৫৬টি পদ তৈরি হয়। প্রথম পর্যায়ে পদগুলোর মধ্যে সহকারী অধ্যাপক, লেকচারার, ডেন্টাল সার্জন, রেজিস্ট্রার ও সহকারী রেজিস্ট্রার ছিল। এরই ধারাবাহিকতায় পদ সৃজনের জন্য দ্বিতীয় পর্যায়ে ডেন্টাল সোসাইটির পক্ষ থেকে দেওয়া প্রস্তাবটি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যায়। মন্ত্রণালয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের সম্মতি নিয়ে জনপ্রশাসনে পাঠিয়েছে ৯৩৬টি পদ। প্রথম দফায় সৃজিত পদের মধ্যে অধ্যাপক ও সহযোগী অধ্যাপকের পদ ছিল না; সহকারী অধ্যাপক, লেকচারার পদও কম ছিল। এসব বিষয় মাথায় রেখেই নতুন করে পদ সৃজনের প্রস্তাবনা দেওয়া হয়েছে। জনপ্রশাসন থেকে সম্মতিপ্রস্তাব অর্থ মন্ত্রণালয় গেলে যে পদগুলো মঞ্জুর হবে, আমরা এই পদগুলোই পাবো।’
অর্থ মন্ত্রণালয় আপনাদের প্রস্তাবিত সবগুলো পদ সৃজনে অনুমোদন দেবে কিনা, জানতে চাইলে তিনি বলেন, ‘সবগুলো পদ পাবো, এ ব্যাপারে আমরা নিশ্চিত না। কম বেশি হতে পারে। জনপ্রসাশন মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয় এর ন্যায্যতা বিশ্লেষণ করে ক্ষেত্র বিশেষে কম বেশি করতে পারে। তবে সবগুলো পদ সৃজন করা হলে প্রতিটি ইউনিটে ডেন্টাল চিকিৎসা শিক্ষা গতিশীল হবে।’
-
১১ জানুয়ারী, ২০২৩
-
০৪ মার্চ, ২০২২
-
১৮ অক্টোবর, ২০২১
-
০৬ মার্চ, ২০২১
-
১৬ মার্চ, ২০২০
-
০৩ সেপ্টেম্বর, ২০১৯
-
০৫ এপ্রিল, ২০১৮
-
২৩ ফেব্রুয়ারী, ২০১৭