মৃত্যুহীন দিনে করোনা শনাক্তের হার ১৫.২৩ শতাংশ

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে কারো মৃত্যু না হলেও একই সময়ে নতুন করে ২,২৪১ জনের ভাইরাসটি শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৯ লাখ ৭১ হাজার ৬০২ জন।
আজ বুধবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড ইউনিট প্রধান ডা. মো. জাকির হোসেন খান স্বাক্ষরিত করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ৮৮০টি চলমান পরীক্ষাগারে ১৪ হাজার ৯১২টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ১৪ হাজার ৭১২টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল এক কোটি ৪৩ লাখ ৩৪ হাজার ৮০টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯৪ লাখ ৩০ হাজার ১৫৪টি নমুনা এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৯ লাখ তিন হাজার ৯২৬টি নমুনা পরীক্ষা করা হয়।
এ সময় সারাদেশে বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ১৫২ জন। এ নিয়ে দেশে সুস্থ হয়েছেন মোট ১৯ লাখ সাত হাজার ২১৯ জন রোগী।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৫ দশমিক ২৩ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৭৫ ভাগ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৭৩ ভাগ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৮ ভাগ।
প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আর প্রথম করোনা রোগীর মৃত্যু হয় ওই বছরের ১৮ মার্চ। দেশে ভাইরাসটিতে প্রাণ হারানোর মধ্যে পুরুষ ১৮ হাজার ৬০৪ জন ও নারী ১০ হাজার ৫৪১ জন।
-
১২ ঘন্টা আগে
-
১৫ অগাস্ট, ২০২২
-
১৪ অগাস্ট, ২০২২
-
১৩ অগাস্ট, ২০২২
-
১২ অগাস্ট, ২০২২
-
১১ অগাস্ট, ২০২২
-
১০ অগাস্ট, ২০২২
-
০৯ অগাস্ট, ২০২২
-
০৮ অগাস্ট, ২০২২
-
০৭ অগাস্ট, ২০২২
