রাবির ফাইনাল প্রফের ফল প্রকাশ, পাসের হার ৬৬.৩৬%

মেডিভয়েস রিপোর্ট: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর নভেম্বর ২০২১ এর এমবিবিএস ফাইনাল প্রফেশনার পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ মঙ্গলবার (২৮ জুন) বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আখতারুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘ভাইস-চ্যান্সেলরের আদেশে নিম্নোক্ত প্রার্থীরা এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষা নভেম্বর-২০২১ এ উত্তীর্ণ হয়েছেন বলে ঘোষণা করা হয়। ফলাফল সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে প্রকাশিত হয়েছে। কোনো অসঙ্গতি দেখা দিলে ফলাফল সংশোধন বা বাতিল করার অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।’
রাবির এ ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এমবিবিএস ফাইনাল প্রফে অংশগ্রহণ করেছেন ২ হাজার ৩৫৪ জন শিক্ষার্থী, এর মধ্যে কৃতকার্য হয়েছেন ১ হাজার ৫৬২ জন। পাসের হার ৬৬ দশমিক ৩৬ শতাংশ।
পরীক্ষায় একমাত্র অনার্সধারী রাজশাহী মেডিকেল কলেজের নিকিতা রহমান।
-
০৬ অগাস্ট, ২০২২
-
০২ অগাস্ট, ২০২২
-
২২ জুলাই, ২০২২
-
০৬ জুলাই, ২০২২
-
২৮ জুন, ২০২২
-
২২ জুন, ২০২২
-
১৪ জুন, ২০২২
-
০১ এপ্রিল, ২০২২
