২৮ জুন, ২০২২ ০৪:১৬ পিএম

চলে গেলেন নারী উদ্যোক্তা ডা. মমতাজ

চলে গেলেন নারী উদ্যোক্তা ডা. মমতাজ
ডা. মমতাজ বেগম।

মেডিভয়েস রিপোর্ট: চলে গেলেন নারী উদ্যোক্তা ও প্রিমিয়ার গ্রুপের ভাইস চেয়ারম্যান ডা. মমতাজ বেগম। আজ মঙ্গলবার (২৮ জুন) সকালে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

ডা. মমতাজ ছিলেন রয়েল ইউনিভার্সিটির (আরইউবি) এর বোর্ড অব ট্রাস্টির চেয়ারপার্সন। তিনি সাবেক জাতীয় সংসদ সদস্য ও প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ডা. এইচ. বি. এম. ইকবালের সহধর্মিণী।

ডা. মমতাজ প্রিমিয়ার গ্রুপ ও হোটেল হিলটন, রেনেসন্স ঢাকা গুলশান হোটেলের ভাইস চেয়ারম্যান, প্রিমিয়ার ফাউন্ডেশনের গভর্নিং বডির সদস্য এবং রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা (আরইউডি) এর প্রতিষ্ঠাতাদের একজন এবং বোর্ড অব ট্রাস্টির চেয়ারপার্সন। 

এছাড়াও তিনি গালফ মেডিকেল সেন্টার এবং বুখারা রেস্টুরেন্ট (প্রা.) লি.-এর ম্যানেজিং ডিরেক্টর, নওরীন ইলেকট্রনিক্স লিমিটেড, বেঙ্গল টাইগার সিমেন্ট ইন্ডা. লি., এয়ার কনসার্ন ইন্টারন্যাশনাল লি. এর পরিচালক, বিকন ট্রাভেলস ইন্টারন্যাশনালের চেয়ারম্যান ছিলেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক