২৪ জুন, ২০২২ ১১:২১ এএম

চলে গেলেন বিখ্যাত পেরিওডন্টোলজিস্ট অধ্যাপক আবুল কালাম জোয়ার্দার

চলে গেলেন বিখ্যাত পেরিওডন্টোলজিস্ট অধ্যাপক আবুল কালাম জোয়ার্দার
অধ্যাপক ডা. আবুল কালাম জোয়ার্দার বাংলাদেশ পেরিওডন্টোলজিস্ট সোসাইটির (বিপিএস) সভাপতি ছিলেন।

মেডিভয়েস রিপোর্ট: মারা গেছেন বাংলাদেশের পেরিওডন্টোলজিস্ট অধ্যাপক ডা. আবুল কালাম জোয়ার্দার। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। 

আজ শুক্রবার (২৪ জুন) ইউনিভার্সিটি ডেন্টাল কলেজের ১১তম ব্যাচের ছাত্র মো. আবু বকর সিদ্দিক মেডিভয়েসকে বিষয়টি নিশ্চিত করে জানান, আজ সকাল ৬টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

তিনি ঢাকা ডেন্টাল কলেজের ডি-০৪ ব্যাচের ছাত্র ছিলেন। ঢাকা ডেন্টাল কলেজ এবং ইউনিভার্সিটি ডেন্টাল কলেজের পেরিওডন্টোলজি এবং ওরাল প্যাথলজি বিভাগের সাবেক প্রধান ছিলেন।

তিনি পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

অধ্যাপক ডা. আবুল কালাম জোয়ার্দার বাংলাদেশের পেরিওডন্টোলজিস্ট প্রকৃত নায়ক ছিলেন। তিনি শেষ পর্যন্ত বাংলাদেশ পেরিওডন্টোলজিস্ট সোসাইটির (বিপিএস) সভাপতি ছিলেন।

অধ্যাপক ডা. আবুল কালাম জোয়ার্দারের মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছে প্ল্যটফর্ম অব মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি। প্রতিষ্ঠানটি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।

অধ্যাপক ডা. আবুল কালাম জোয়ার্দারের মৃত্যুতে মেডিভয়েস পরিবার গভীরভাবে শোকাহত।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক