বুস্টার ডোজের আওতায় দুই কোটি ৭৯ লাখ মানুষ

মেডিভয়েস রিপোর্ট: করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারাদেশে এখন পর্যন্ত বুস্টার ডোজের টিকা পেয়েছেন দুই কোটি ৭৯ লাখ সাত হাজার ৩৫৩ জন। আজ সোমবার (২০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত করোনার টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, দেশে টিকা কার্যক্রমের আওতায় এখন পর্যন্ত প্রথম ডোজ পেয়েছেন ১২ কোটি ৮৯ লাখ ৪৩ হাজার ৩৯৩ জন। এ ছাড়া দুই ডোজের টিকা পেয়েছেন ১১ কোটি ৮৬ লাখ ২৯ হাজার ২৮৭ জন মানুষ।
এদিকে রোববার সারাদেশে প্রথম ডোজের টিকা পেয়েছেন পাঁচ হাজার ৮৪১ জন। এর মধ্যে পুরুষ তিন হাজার ১২২ জন এবং মহিলা দুই হাজার ৭১৯ জন। দুই ডোজের টিকা পেয়েছেন ৩৮ হাজার ৬৫৮ জন। এর মধ্যে পুরুষ ২২ হাজার ৬১ এবং মহিলা ১৬ হাজার ৫৯৭ জন। এ ছাড়াও একই সময়ে বুস্টার ডোজ পেয়েছেন এক লাখ ২৮ হাজার ৮৯৬ জন। এর মধ্যে পুরুষ ৬৫ হাজার ৮৪৩ এবং মহিলা ৬৩ হাজার ৫৩ জন। এগুলোর মধ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, সিনোভ্যাক, ফাইজার, মডার্না ও জনসন অ্যান্ড জনসনের টিকা।
গত ১ নভেম্বর থেকে দেশে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়। তাদের মধ্যে এখন পর্যন্ত প্রথম ডোজের টিকা পেয়েছেন এক কোটি ৭৩ লাখ ৩২ হাজার ২৭১ জন। দ্বিতীয় ডোজের টিকা পেয়েছেন এক কোটি ৫৯ লাখ ৯৮ হাজার ৯০৪ জন। এ ছাড়া দেশে এখন পর্যন্ত দুই লাখ ৮০ হাজার ৭০৪ জন ভাসমান জনগোষ্ঠী দুই জোজের টিকার আওতায় এসেছেন।
প্রসঙ্গত, গত ২৭ জানুয়ারি থেকে দেশে করোনা টিকার নিবন্ধন শুরু হয়। আর ৭ ফেব্রুয়ারি থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়।
-
২৬ জুলাই, ২০২২
-
২০ জুলাই, ২০২২
-
১৯ জুলাই, ২০২২
-
১৯ জুলাই, ২০২২
-
১৪ জুলাই, ২০২২
-
২৩ জুন, ২০২২
-
২০ জুন, ২০২২
স্বাভাবিক জীবনে ৬ শতাধিক শিশু
বিএসএমএমইউতে বিনামূল্যে ১০০ শিশুকে কক্লিয়ার ইমপ্ল্যান্ট প্রদান
স্বাভাবিক জীবনে ৬ শতাধিক শিশু
বিএসএমএমইউতে বিনামূল্যে ১০০ শিশুকে কক্লিয়ার ইমপ্ল্যান্ট প্রদান
