০২ জুন, ২০২২ ১০:৩৯ এএম

সিএমইউর প্রথম ও দ্বিতীয় প্রফের রুটিন প্রকাশ

সিএমইউর প্রথম ও দ্বিতীয় প্রফের রুটিন প্রকাশ
প্রতীকী ছবি

মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় (সিএমইউ) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর এমবিবিএস ১ম ও ২য় প্রফেশনাল পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। গতকাল বুধবার (১ জুন) এ সময়সূচি প্রকাশিত হয়।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোহাম্মদ দেলোয়ার হোসেন স্বাক্ষরিত সময়সূচি অনুযায়ী, প্রথম প্রফেশনাল পরীক্ষা আগামী ২৩ জুন থেকে শুরু হয়ে চলবে ৪ জুলাই পর্যন্ত।

এতে উল্লেখ করা হয়েছে, আগামী ২৩, ২৫, ২৭, ২৯ জুন ও ০২, ০৪ জুলাই এমবিবিএস ১ম প্রফেশনাল পরীক্ষা এবং ২৬ ও ৩০ জুন ২য় প্রফেশনাল পরীক্ষা  অনুষ্ঠিত হবে।

এতে আরও জানানো হয়, প্রতিদিন সকাল ১০টায় নিজ নিজ চট্টগ্রাম মেডিকেল কলেজ ক্যাম্পাসে পরীক্ষা শুরু হবে, চলবে দুপুর একটা পর্যন্ত।

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মেডিকেল কলেজের অধ্যক্ষসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত