সোহরাওয়ার্দী মেডিকেলে অনারারী প্রশিক্ষণ কোর্সে আবেদনের আহ্বান

মেডিভয়েস রিপোর্ট: ছয় মাস মেয়াদি চিকিৎসা শাস্ত্রের বিভিন্ন বিষয়ে অবৈতনিক স্নাতকোত্তর (অনারারী) প্রশিক্ষণ কোর্সের জন্য আবেদনের আহ্বান জানিয়েছে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল। তবে কোর্স চলাকালীন সময়ে কোনো চিকিৎসক অন্য কোথাও চাকরি করতে পারবে না। বাহিরে চাকরি করার তথ্য প্রমাণিত হলে সার্টিফিকেট দেওয়া হবে না।
সম্প্রতি প্রতিষ্ঠানটির পরিচালক ডা. মো. খলিলুর রহমান স্বাক্ষতির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, শেরে বাংলা নগর, আগামী ১ জুলাই ২০২২ থেকে ৩১ ডিসেম্বর ২০২২ পর্যন্ত ছয় মাস মেয়াদি চিকিৎসা শাস্ত্রেল বিভিন্ন বিষয়ে অবৈতনিক স্নাতকোত্তর অনারারী প্রশিক্ষণে মনোনয়নের জন্য এমবিবিএস বা বিডিএস পাস এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের স্থায়ী রেজিস্ট্রেশনপ্রাপ্ত বেসরকারি চিকিৎসকদের নিকট থেকে নিম্নলিখিত শর্ত সাপেক্ষে অত্র হাসপাতালের ২০১৩ নং কক্ষ থেকে আবেদন ফরম সংগ্রহপূর্বক পূরণ করে গত ১৮ মে ২০২২ তারিখ থেকে অফিস চলাকালীন সময়ে সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও দুই কপি ছবিসহ আবেদনপত্র আগামী ২০ জুন তারিখের মধ্যে পরিচালকের কার্যালয়ে জমা দিতে হবে।’
শর্তাবলী
১. বেসরকারি চিকিৎসকদেরকে এককালীন ছয় মাসের প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণ সন্তোষজনক হলে এবং কেউ পরবর্তী মাসের জন্য প্রশিক্ষণ গ্রহণে আগ্রহী হলে পুনরায় সংশ্লিষ্ট ইউনিট প্রধানের সুপারিশসহ আবেদনপত্র জমা দিতে হবে। প্রশিক্ষণ একাধিকক্রমে দুই বছরের বেশি হবে না।
২. শুধুমাত্র নির্বাচিত প্রশিক্ষণার্থীদের এক হাজার টাকা জামানত (অফেরত যোগ্য) হিসাবে পরিচালকের অফিসে জমা দিতে হবে।
৩. প্রতি ইউনিটে এক সঙ্গে ১০ জনের বেশি প্রশিক্ষণার্থী থাকবে না।
৪. প্রশিক্ষণ চলাকালে প্রশিক্ষণার্থী কোনো রোগীর ইনজুরি সার্টিফিকেট ইস্যু করতে পারবে না।
৫. প্রশিক্ষণার্থী চিকিৎসকদের আবেদনপত্র সংশ্লিষ্ট বিভাগীয় বা ইউনিট প্রধানদের সুপারিশ ব্যতিরেকে গ্রহণ করতে পারবে না।
৬. প্রশিক্ষণ সার্বক্ষণিক হবে। প্রশিক্ষণার্থী চিকিৎসকদের সরকারি চিকিৎসকদের মতোই দায়িত্ব পালন করবেন।
৭. প্রশিক্ষণার্থীরা প্রশিক্ষণকালে অন্য কোথাও চাকরি করতে পারবে না। বাহিরে চাকরি করে প্রমাণিত হলে তাদের সার্টিফিকেট প্রদান করা হবে না। প্রশিক্ষণার্থীরা বাহিরে অন্য কোথাও চাকুরি করে না এই মর্মে অঙ্গীকার নামা প্রদান করতে হবে।
৮. প্রশিক্ষণ শেষে সংশ্লিষ্ট অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সিনিয়র কনসালটেন্ট প্রশিক্ষণার্থীদের সনদপত্র স্বাক্ষর প্রদানের পর পরিচালক প্রতিস্বাক্ষর করবেন।
৯. প্রশিক্ষণার্থীকে সরকারি বাসস্থান প্রদান করা হবে না। নিজ দায়িত্বে বাসস্থানের ব্যবস্থা করতে হবে।
১০. প্রশিক্ষণে মনোনয়নের ব্যাপারে আগামী ২৬ জুন সকাল ১০টায় স্ব-স্ব বিভাগ বা ইউনিটে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
১১. প্রশিক্ষণার্থীদের কোন আলাদা সাক্ষাৎকারপত্র দেওয়া হবে না এবং কোনো যাতায়াত খরচ দেওয়া হবে না।
১২. প্রশিক্ষণ গ্রহণে ইচ্ছুক সকল চিকিৎসকদেরকে উক্ত সাক্ষাৎকার অনুষ্ঠানে উপস্থিত হতে হবে। সাক্ষাৎকারের সময় সকল সনদপত্রের মূল কপি ও জাতীয় পরিচয়পত্র সঙ্গে নিয়ে আসতে হবে।
১৩. প্রশিক্ষণে একাধারে ১৫ দিনের বেশি অননুমোদিতভাবে অনুপস্থিত থাকলে সেই সেশনের জন্য প্রশিক্ষণ বাতিল করা হবে।