২২ মে, ২০২২ ০৫:৪৯ পিএম
রাবি অধিভুক্ত মেডিকেলগুলোর ফার্স্ট প্রফের ফল প্রকাশ

নোটিশে বলা হয়েছে, ফলাফল সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে অস্থায়ীভাবে প্রকাশিত হয়েছে।
মেডিভয়েস রিপোর্ট: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর ২০২১ সালের মে মাসে অনুষ্ঠিত এমবিবিএস ফার্স্ট প্রফের ফল প্রকাশিত হয়েছে।
আজ রোববার (২২ মে) রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ডা. মো. সরোয়ার হোসেন স্বাক্ষরিত এক নোটিশে এ ফলাফল প্রকাশ করা হয়।
ফলাফলে বলা হয়, ‘ভাইস-চ্যান্সেলরের আদেশে নিম্নোক্ত প্রার্থীরা ফার্স্ট প্রফের এমবিবিএস পরীক্ষা মে-২০২১ এ উত্তীর্ণ হয়েছেন বলে ঘোষণা করা হয়। ফলাফল সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে অস্থায়ীভাবে প্রকাশিত হয়।’
এতে আরো বলা হয়, ‘কোনো অসঙ্গতি দেখা দিলে ফলাফল সংশোধন বা বাতিল করার অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।’
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
এই বিভাগের সর্বাধিক পঠিত