১৯ মে, ২০২২ ০৩:৩৪ পিএম

ঢাকা মেডিকেলে আইবিডি দিবসের র‍্যালি-সমাবেশ

ঢাকা মেডিকেলে আইবিডি দিবসের র‍্যালি-সমাবেশ
ঢাকা মেডিকেল কলেজ হাসপতালে র‍্যালি ও সমাবেশ

মেডিভয়েস রিপোর্ট: বিশ্ব আইবিডি দিবস উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপতালে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ মে) ঢামেক হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের উদ্যোগে এ আয়োজন সম্পন্ন হয়।

র‍্যালিতে উপস্থিত ছিলেন ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক, মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. টিটো মিঞা, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. শফিকুল ইসলাম চৌধুরী, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. দেবেশ চন্দ্র তালুকদার ও গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. হাফেজা আফতাব। বিভাগের শিক্ষকবৃন্দ, ফেজ-‘এ’ ও ‘বি’র রেসিডেন্ট চিকিৎসগণ।

অনুষ্ঠানে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, দেশে বিশ্ব মানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে দ্রুততম সময়ে ঢামেক হাসপতালের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগকে আধুনিক যন্ত্রপাতি দ্বারা সমৃদ্ধ করা হবে।

এ সময় ঢামেক অধ্যক্ষ অধ্যাপক ডা. টিটো মিঞা রোগী এবং চিকিৎসকদের মধ্যে আইবিডি রোগ সম্পর্কে জনসচেতনতা এবং রোগ নির্ণয়ে সঠিক সময়ে যথাযথ রেফারেল সিস্টেমের উপর আলোকপাত করেন।

ঢামেক হাসপতালের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. হাফেজা আফতাব হাসপাতালের সাপ্তাহিক আইবিডি ক্লিনিকের কার্যক্রম তুলে ধরেন। তিনি নিয়মিত ফলোআপের অপরিহার্যতা তুলে ধরার পাশাপাশি রোগের প্রয়োজনীয় ওষুধ সরকারিভাবে সরবরাহের উপর গুরুত্বারোপ করেন।

পরিপাকতন্ত্রে মারাত্মক প্রদাহ সৃষ্টিকারী রোগ ইনফ্লেমেটরি বাওয়েল ডিজিজ (আইবিডি) থেকে সুরক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতি বছর দিবসটি পালিত হয়ে আসছে। এবারের প্রতিপাদ্য IBD has no age অর্থাৎ আইবিডি যেকোনো বয়সের মানুষের হতে পারে। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিএসএমএমইউ অ্যালামনাই এসোসিয়েশনের পুনর্মিলনীতে কথাসাহিত্যিক সেলিনা হোসেন

‘মানুষ জন্ম থেকে মৃত্যু অবধি চিকিৎসকদের কাছে ঋণী’

বিএসএমএমইউ অ্যালামনাই এসোসিয়েশনের পুনর্মিলনীতে কথাসাহিত্যিক সেলিনা হোসেন

‘মানুষ জন্ম থেকে মৃত্যু অবধি চিকিৎসকদের কাছে ঋণী’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক