১৮ মে, ২০২২ ০৩:২৬ পিএম

নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান সেকশন চালু

নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান সেকশন চালু
আজ বুধবার (১৮ মে) এক প্রসূতির সিজারিয়ান অপারেশনের মাধ্যমে যাত্রা শুরু করে।

মেডিভয়েস রিপোর্ট: নওগাঁর নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান সেকশন চালু করা হয়েছে। আজ বুধবার (১৮ মে) এক প্রসূতির সিজারিয়ান অপারেশনের মাধ্যমে যাত্রা শুরু করে।

এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের ভেরিফাইড ফেসবুক পেজে  বলা হয়, ‘স্বাস্থ্য সেবার ইতিহাসে নতুন মাত্রা যোগ হল। দীর্ঘসময় অতিবাহিত হওয়ার পর সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আজ থেকে সিজারিয়ান সেকশন শুরু হল।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডা. মো. মাহবুব-উল আলমের সার্বিক তত্ত্বাবধানে অপারেশন টিমে ছিলেন, ডা. মো. সাইফুল ইসলাম, জুনি. কনসালটেন্ট (সার্জারি), ডা. মোঃ তারিকুল ইসলাম, জুনি. কনসালটেন্ট (এনেসথেসিয়া), ডা. মো. মনিরুল হক তরফদার, জুনি. কনসালটেন্ট (শিশু), ডা. প্রনব কুমার সাহা, আবাসিক মেডিকেল অফিসার।

এ ছাড়া হাসপাতালের মেডিকেল অফিসার, সিনিয়র স্টাফ নার্সসহ সকল স্টাফগণ উপস্থিত ছিলেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক