১৭ মে, ২০২২ ০৫:২৯ পিএম
সরাসরি চিকিৎসক ও নার্স নিয়োগ দেবে এভারগ্রীণ হাসপাতাল

আকর্ষণীয় সুযোগ-সুবিধায় সরাসরি পাঁচ চিকিৎসক ও আটজন নার্স নিয়োগ দেবে এভারগ্রীণ হাসপাতাল।
মেডিভয়েস রিপোর্ট: সরাসরি পাঁচ চিকিৎসক ও আটজন নার্স নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে রাজধানীর এভারগ্রাণ হাসপাতাল। সম্প্রতি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ‘অত্যন্ত আকর্ষণীয় সুযোগ-সুবিধায় জরুরি ভিত্তিতে রায়েরবাগ বাস স্ট্যান্ডের প্রাণকেন্দ্রে এভারগ্রীণ হাসপাতালে মেডিকেল অফিসার ও ফ্লোর নার্স পদে আকর্ষণীয় বেতনে সরাসরি নিয়োগ দেওয়া হবে।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘আগ্রহী প্রার্থীদেরকে আগামী ১৫ জুনের মধ্যে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি, শিক্ষাগত যোগ্যতার ফটোকপি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ এভারগ্রীণ হাসপাতাল, রায়েরবাগ বাস স্ট্যান্ড, কদমতলী, ঢাকা-১২৩৬ ঠিকানায় আবেদনপত্র সরাসরি জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো।’
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন