ভুয়া সার্টিফিকেটে বিএমডিসির রেজিস্ট্রেশন, অতঃপর...

মেডিভয়েস রিপোর্ট: ভুয়া সার্টিফিকেট দিয়ে রেজিস্ট্রেশন গ্রহণ করায় মোহাম্মদ কবির হোসাইন নামে এক প্রতারকের রেজিস্ট্রেশন বাতিল করেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।
সম্প্রতি প্রতিষ্ঠানটির রেজিস্ট্রার ডা. মো. আরমান হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সুনামগঞ্জ জেলার ছাতক থানার খুরমা বাজারের কবির হোসাইন ভুয়া সার্টিফিকেট দাখিল করে প্রতারণার মাধ্যমে বিএমডিসির রেজিস্ট্রেশন করেছেন। এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, তাকে দেওয়া রেজিস্ট্রেশন (রেজিস্ট্রেশন নং A-55017, Date-03.05.2011) বাতিল করেছে বিএমডিসি।
বিএমডিসি জানিয়েছে, ‘কবির হোসাইন নিজেকে চিকিৎসক বলে পরিচয় দিতে কিংবা চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে পারবেন না। যদি তিনি চিকিৎসা কার্যক্রম চালান, তাহলে আইন প্রয়োগকারী সংস্থাসমূহকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।’
-
০৫ ফেব্রুয়ারী, ২০২২
