১২ মে, ২০২২ ১২:৫৩ পিএম

ভর্তি পরীক্ষায় মেধাস্থান অর্জনকারী তিন নার্সকে পুরস্কারের ঘোষণা 

ভর্তি পরীক্ষায় মেধাস্থান অর্জনকারী তিন নার্সকে পুরস্কারের ঘোষণা 
ভর্তি পরীক্ষায় দুইজন সিনিয়র স্টাফ নার্স যুগ্মভাবে প্রথম স্থান ও একজন সিনিয়র স্টাফ নার্স ২য় স্থান অধিকার করেছেন। প্রতীকী ছবি

মেডিভয়েস রিপোর্ট: পোস্ট বেসিক বিএসসি ভর্তি পরীক্ষায় মেধাস্থান অধিকারী তিন নার্সকে পুরস্কার প্রদানের ঘোষণা দিয়েছে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর। বুধবার (১১ মে) অধিদপ্তরের (শিক্ষা শাখা) উপপরিচালক মো. রাশিদুল মান্নাফ কবীর স্বাক্ষরিত এক নোটিসে এ কথা জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে, ২০২১-২২ শিক্ষাবর্ষে পোস্ট বেসিক বিএসসি ভর্তি পরীক্ষায় নিম্নোক্ত দুইজন সিনিয়র স্টাফ নার্স যুগ্মভাবে প্রথম স্থান ও একজন সিনিয়র স্টাফ নার্স ২য় স্থান অধিকার করেছেন। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর কর্তৃক তাদেরকে পুরস্কার প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।'

খুলনা বক্ষব্যাধি হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মো. তৈয়্যেবুর রহমান খুলনা নার্সিং কলেজে এবং ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স ময়মনসিংহ নার্সিং কলেজে উচ্চশিক্ষার জন্য নির্বাচিত হয়েছেন। ভর্তি পরীক্ষায় তাঁরা দুইজন যুগ্মভাবে প্রথম স্থান অর্জন করেছেন।

দ্বিতীয় স্থান অর্জন করা চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মোসা. আফিয়া খাতুন ভর্তির সুযোগ পেয়েছেন খুলনা নার্সিং কলেজে।

আজ বৃহস্পতিবার (১২ মে) আন্তর্জাতিক নার্স দিবসে তাঁদেরকে রাজধানীর মহাখালীতে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে আনুষ্ঠানিকভাবে পুরস্কার গ্রহণের অনুরোধ জানানো হয়। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর
  এই বিভাগের সর্বাধিক পঠিত