ইন্টার্নশিপ শেষে বিদেশি শিক্ষার্থীরা প্র্যাক্টিস করতে পারবে না: বিএমডিসি

মেডিভয়েস রিপোর্ট: যেসব বিদেশি মেডিকেল শিক্ষার্থী বাংলাদেশ থেকে এমবিবিএস পাঠ শেষ করে ইন্টার্নশিপ শেষ করেছেন তারা বাংলাদেশে প্র্যাক্টিস করতে পারবেন না বলে জানিয়েছেন বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।
আজ রোববার (৮ মে) বিএমডিসি’র রেজিস্ট্রার ডা. আরমান হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘যেসব বিদেশি মেডিকেল শিক্ষার্থী বাংলাদেশ থেকে এমবিবিএস পাঠ শেষ করে ইন্টার্নশিপ করেন, তা প্রকৃতপক্ষে ছয় বছরের কোর্স। ইন্টার্নশিপ শেষ করার পর তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিএমডিসি তাদের রেজিস্ট্রেশন প্রদান করেন৷ কিন্তু তাদের বাংলাদেশে প্র্যাক্টিস করার অনুমতি নেই এবং এটি নিবন্ধন সনদে লেখা আছে।’
এতে আরও বলা হয়, ‘কাউন্সিলের বিদ্যমান আইন অনুযায়ী বিদেশি মেডিকেল গ্র্যাজুয়েটদের বাংলাদেশে প্র্যাক্টিসের অনুমোদন নেই।’
এ ব্যাপারে বিএমডিসি’র রেজিস্টার ডা. আরমান হোসেন কাছে জানতে চাইলে তিনি মেডিভয়েসকে বলেন, এ বিষয়টি ২০০৫ সাল থেকে কার্যকর আছে। নতুন কোন বিষয় না। সবার জ্ঞাতার্থে বিজ্ঞপ্তিটি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
