খুলনায় নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার, পুলিশের ধারণা আত্মহত্যা

মেডিভয়েস রিপোর্ট: খুলনা মহানগরীতে মন্দিরা মজুমদার (২৮) নামের এক নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাত ৯টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানাধীন সাত্তার বিশ্বাস সড়কের ইসলাম কমিশনার গলি এলাকায় মন্দিরার নিজ বাসা থেকেই মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মন্দিরা মজুমদার ওই এলাকার প্রদীপ মজুমদারের মেয়ে। তিনি ২০২১ সালে খুলনার গাজী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। এ ছাড়া গাজী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন।
জানতে চাইলে আজ শুক্রবার (২৯ এপ্রিল) সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামতাজুল হক মেডিভয়েসকে বলেন, নিজ বাসা থেকে ওই নারীর মরদেহটি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। মরদেহ খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
পরিবারের বরাত দিয়ে ওসি মামতাজুল হক বলেন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুহাস রঞ্জন হালদারের সাথে মন্দিরা মজুমদারের প্রেমের সম্পর্ক ছিল। পরে একদিন মন্দিরা জানতে পারে সুহাস রঞ্জন বিবাহিত। এ কারণে কষ্ট পেয়ে আত্মহত্যা করেছেন ওই নারী।
তিনি আরও বলেন, এ বিষয়ে মন্দিরার পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ করা হয়েছে। বিষয়টি তদন্তধীন।
-
১৯ জানুয়ারী, ২০২৩
-
১০ অগাস্ট, ২০২২
-
৩০ জুন, ২০২২
-
২৯ জুন, ২০২২
-
১৫ জুন, ২০২২
-
০৬ জুন, ২০২২
-
২৯ এপ্রিল, ২০২২
-
০৪ জানুয়ারী, ২০২২
বিশেষ সাক্ষাৎকার
ইন্টার্নদের ভাতা ৩০ হাজার টাকা হওয়া উচিত: মুগদা মেডিকেল অধ্যক্ষ
আসছে নতুন কাব্যগ্রন্থ
সাহিত্য চর্চায় আনন্দ খুঁজে পাই: অধ্যাপক মোশাররফ হোসেন
