ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল দুপুরে

মেডিভয়েস রিপোর্ট: দেশের ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটের ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফল আজ রোববার (২৪ এপ্রিল) দুপুর দুইটায় প্রকাশিত হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব। দুপুর পৌনে ১২টার দিকে মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেন তিনি।
পূর্ব পরিকল্পনা অনুযায়ী, আজই ফলাফল প্রকাশিত হবে জানিয়ে তিনি বলেন, ‘দুপুর ২টা থেকে আড়াইটার মধ্যে ফলাফল প্রকাশিত হবে। আরেকটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান থাকায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আজকের ফল প্রকাশের আয়োজনে থাকতে পারছেন না। ফলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবেন অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন। এর পরই ফলাফল ওয়েবসাইটে পাওয়া যাবে।’
এর আগে শনিবার (২৩ এপ্রিল) বিকেলে অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব মেডিভয়েসকে বলেন, ‘আশা করছি, আগামীকাল রোববার ফলাফল দিতে পারবো। তবে আগামীকাল কখন ফল প্রকাশিত হবে, তা এখনও নিশ্চিত নয়।’
গত ২২ এপ্রিল (শুক্রবার) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সারাদেশের ১২টি পরীক্ষা কেন্দ্রের ২৬টি ভেন্যুতে বিভিন্ন কেন্দ্রে ডেন্টাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সরকারি ৫৪৫টি আসনের বিপরীতে ৬৫ হাজার ৯০৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। এবার প্রতি আসনের জন্য ১২১ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করছে।
পরীক্ষায় ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষার সাথে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত ২০০ নম্বরসহ মোট ৩০০ নম্বরের মাধ্যমে সরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের জন্য ৫৪৫ জন শিক্ষার্থী বাছাই করা হবে। ১২টি বেসরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটসমূহে আসন সংখ্যা ১৪০৫টিসহ সরকারি ও বেসরকারি মেডিকেলে মোট আসন সংখ্যা ১৯৫০টি।
এর মধ্যে মুক্তিযোদ্ধা, উপজাতি ও অ-উপজাতিতের জন্য নির্ধারিত আসন বাদে জাতীয় মেধায় ৮০% ও জেলা কোটায় ২০% শিক্ষার্থী সুযোগ পাবে। এবারের পরীক্ষায় মোট আবেদনকারীর সংখ্যা ৬৫,৯০৭ জন। এর মধ্যে শুধু ঢাকাতেই রয়েছে ৩১,০৩৫ জন। পরীক্ষায় মোট ২৬টি ভেন্যুর জন্য মোট কেন্দ্র সংখ্যা ৯২৯টি।
এই পরীক্ষায় সরকারি প্রতিষ্ঠানে প্রতি আসনের বিপরীতে ১২১ জন করে পরীক্ষার্থী অংশ নিয়েছে। আর মোট আসনের বিপরীতে পরীক্ষার্থী রয়েছে ৩৩.৮ জন।
-
১৫ মার্চ, ২০২৩
-
২৪ এপ্রিল, ২০২২
-
২২ এপ্রিল, ২০২২
-
২২ এপ্রিল, ২০২২
-
২২ এপ্রিল, ২০২২
-
১৪ মার্চ, ২০২২
-
০৭ মার্চ, ২০২২