প্রতি বছরই করোনা টিকা নিতে হবে কিনা নিশ্চিত নয়: স্বাস্থ্যমন্ত্রী

মেডিভয়েস রিপোর্ট: প্রতিবছর করোনা প্রতিরোধী টিকা নিতে হবে কিনা, তা এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
আজ শুক্রবার (২২ এপ্রিল) বিডিএস ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার রাজধানীর তিতুমীর কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
জাহিদ মালেক বলেন, ‘টিকা প্রতিবছর নিতে হবে নিশ্চিত হওয়ার পর দ্রুত গতিতে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। যদিও আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার অনুযায়ী টিকা উৎপাদনের কার্যক্রম শুরু করেছি। ইতিমধ্যে জমি নেওয়া হয়েছে, একটি বিদেশি কোম্পানির সাথে কারিগরি সহায়তা চুক্তি করা হয়েছে। শুধু করোনার টিকা নয়, সব ধরনের টিকাই যাতে দেশে তৈরি হয় সেই ব্যবস্থাই ওইখানে থাকবে।’
তিনি আরও বলেন, ‘যত তাড়াতাড়ি সম্ভব টিকা উৎপাদন করা যায়, আমরা সেই উদ্যোগ করেছি। প্রতিবছর করোনার টিকা দিতে হলে ১৩ কোটি মানুষের জন্য ১৩ কোটি টিকা লাগবে। সেটা যদিও এখনও নিশ্চিত নয়, যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলবে। এ ব্যাপারে তারা কিছু বলেনি। কিন্তু আমরা প্রস্তুতি নিচ্ছি।’
সম্প্রতি করোনার টিকা ক্রয় ও পরিচালন ব্যবস্থাপনায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) প্রায় ২৩ হাজার কোটি টাকার গরমিলের প্রতিবেদনের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘টিআইবির প্রতিবেদন সম্পর্কে এই মুহূর্তে আমি কোনো রকম মন্তব্য করবো না। গত পরশু দিন আমি বিদেশ থেকে এসেছি। কাজেই টিআইবি যা করেছে, তা ভালো করে দেখে, তারপর সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত আমাদের বক্তব্য তুলে ধরবো। টিআইবি তার কাজ করেছে, আমরা দেখবো, কোন জায়গায় তারা কি বলেছে। আমাদের উত্তরও সাংবাদিকদের মাধ্যমে দিবো।’
এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সাবেক সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ শহীদুল্লাহ।