ব্রেন টিউমারে চলে গেলেন সাবেক ক্রিকেটার রুবেল

মেডিভয়েস রিপোর্ট: ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।
আজ মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকেল ৫টায় রাজধানীর ইউনাইডেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।
২০১৯ সালের মার্চে ব্রেন টিউমারে আক্রান্ত হন জাতীয় দলের হয়ে ৫টি ওয়ানডে ম্যাচ খেলা রুবেল। এরপর সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয় উন্নত চিকিৎসার জন্য। সেখানে গিয়ে অস্ত্রোপচার করিয়ে সেই টিউমার অপসারণও করা হয়েছিল। মোটামুটি সুস্থই হয়ে উঠেছিলেন তিনি।
পরে মঙ্গলবার হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে রুবেলকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
প্রসঙ্গত, ২০০৮ সালে চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জাতীয় দলে মোশাররফ হোসেন রুবেলের অভিষেক। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে খেলে ১ উইকেট পান। এরপর দীর্ঘ বিরতিতে তাকে ২০১৩ সালে শ্রীলঙ্কা সফরে নিয়েছিল দল। কোনো ম্যাচ খেলার সুযোগ না পেয়ে আবার বাদ পড়েন। ২০১৬ সালে আফগানিস্তান সিরিজে তাকে দলে নেন চন্ডিকা হাথুরুসিংহে। আট বছর পর জাতীয় দলের জার্সিতে মাঠে নেমে ৩ উইকেট পান। দলকে জেতাতে বড় ভূমিকাও রাখেন তিনি। কিন্তু পরের ম্যাচে উইকেট না পাওয়ায় রুবেল আবার জাতীয় দল থেকে বাদ পড়েন। খুব নিয়মিত কখনোই হতে পারেননি। ৪০ বছর বয়সী এই সাবেক ক্রিকেটার দেশের হয়ে ৫ ওয়ানডেতে পেয়েছেন ৪ উইকেটে।
