বিদেশফেরত ৪৫ লাখ ৬৬০ যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন

মেডিভয়েস রিপোর্ট: করোনা শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন বন্দর সমূহে ৪৫ লাখ ৬৬০ জন বিদেশফেরত যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা (হেলথ স্ক্রিনিং) করা হয়েছে।
তাদের মধ্যে আন্তর্জাতিক বিমানবন্দর সমূহে ৩৫ লাখ ৯৯ হাজার ৭৩৪ জন, স্থলবন্দর সমূহে সাত লাখ ৫৩ হাজার ৩৩৫ জন, সমুদ্রবন্দরে এক লাখ ৪০ হাজার ৫৬২ জন ও রেলওয়ে স্টেশনে সাত হাজার ২৯ জন যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
আজ বুধবার (১৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড ইউনিটের প্রধান ডা. মো. জাকির হোসেন খান স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় আন্তর্জাতিক বিমানবন্দর সমূহে সাত হাজার ১৮০, স্থল বন্দর সমূহে এক হাজার ৩৫ ও সমুদ্র বন্দর সমূহে ১৯০ জন যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এর মাস খানেক পূর্বে থেকেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিদেশফেরত প্রত্যেক যাত্রীর কাছ থেকে হেলথ কার্ড সংগ্রহ করা হয়েছিলো।