প্রথম প্রফের ফল প্রকাশ ১৩ এপ্রিল: ঢাবি ডিন

মেডিভয়েস রিপোর্ট: আগামী বুধবার (১৩ এপ্রিল) ২০১৯-২০ সেশনের প্রথম প্রফেশনাল পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে পারে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মেডিসিন অনুষদের ডিন ও পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির চেয়ারম্যান ডা. শাহরিয়ার নবী।
আজ সোমবার (১১ এপ্রিল) বিকালে মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেন তিনি।
ডা. শাহরিয়ার নবী বলেন, ‘ইচ্ছা থাকলেও আজকে ২০১৯-২০ সেশন প্রথম প্রফেশনাল পরীক্ষার ফল দেওয়া সম্ভব হয়নি। একটি কলেজের নম্বর ভুল এসেছে। আজকে সংশোধন করা হচ্ছে। সংশোধনের প্রক্রিয়া আজ শেষ হলে আগামীকাল আমার কাছে আসতে পারে। তাহলে পরশু দিন তাদের ফল প্রকাশ করা সম্ভব হবে।’
এদিকে ঢাবি অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর এমবিবিএস ২০১৫-১৬ সেশনের ফাইনাল প্রফেশনাল সাপ্লিমেন্টারি পরীক্ষার ফলাফল আজ সোমবার (১১ এপ্রিল) প্রকাশিত হয়েছে। তবে আজ পাসের হারসহ ফলাফলের বিস্তারিত কিছুই জানা যায়নি।
ঢাবির মেডিসিন অনুষদের ডিন বলেন, ‘আজ বিকাল আড়াইটা/তিনটার দিকে ফল প্রকাশিত হয়েছে। বিস্তারিত ফলাফল আগামীকাল নাগাদ প্রকাশ করা হবে।’