১৮ মার্চ, ২০২২ ০১:১১ পিএম

ডা. আতিক উল্লাহ আর নেই

ডা. আতিক উল্লাহ আর নেই
ডা. আতিক উল্লাহর মৃত্যুর বিষয়টি মেডিভয়েসকে নিশ্চিত করেছেন ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. হুমায়ুন কবীর বুলবুল। প্রতীকী ছবি

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের ডেন্টাল বিভাগের (সাবেক প্রধান) সার্জন ডা. মো. আতিক উল্লাহ আর নেই। বৃহস্পতিবার (১৭ মার্চ) দিবাগত রাতে রাজধানীর মুগদা হাসপাতালে মারা যান তিনি। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

ডা. আতিক উল্লাহর মৃত্যুর বিষয়টি মেডিভয়েসকে নিশ্চিত করেছেন ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. হুমায়ুন কবীর বুলবুল।

আজ বাদ জুমা তার জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করার কথা রয়েছে। তিনি দীর্ঘদিন থেলাসেমিয়াসহ অন্যান্য রোগে ভুগছিলেন।

ডা. আতিক উল্লাহ ঢাকা ডেন্টাল কলেজের ডি-৯ ব্যাচের ছাত্র ছিলেন। তিনি বসবাস করতেন শাহাজানপুরে। তিনি পুরান ঢাকায় নিজস্ব চেম্বারে প্রাইভেট প্র্যাকটিস করতেন। 

ডা. আতিক উল্লাহর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. হুমায়ুন কবীর বুলবুল। এ সময় তার আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্য
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক