০৬ মার্চ, ২০২২ ০৬:৫৩ পিএম

মেডিকেল উচ্চশিক্ষায় আসন বৃদ্ধি জরুরি: ত্রাণ প্রতিমন্ত্রী

মেডিকেল উচ্চশিক্ষায় আসন বৃদ্ধি জরুরি: ত্রাণ প্রতিমন্ত্রী
প্রতিমন্ত্রী বলেন, প্রতিবছর প্রায় দশ হাজার চিকিৎসক স্নাতক শেষ করেন, কিন্তু দেশে উচ্চশিক্ষার সুযোগ খুবই সীমিত। ছবি: সাহিদ

ওমর ফারুক ফাহিম: বাংলাদেশে মেডিকেলের উচ্চশিক্ষায় আসন সংখ্যা বৃদ্ধি করা প্রয়োজন বলে মনে করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

আজ রোববার (৬ মার্চ) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ‘সি’ ব্লক প্রাঙ্গণে সিভিল ডিফেন্স অধিদপ্তরের সহযোগিতায় দুর্যোগ মন্ত্রণালয় আয়োজিত অগ্নিনির্বাপণ মহড়ার পর আলোচনায় এ মন্তব্য করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘দেশে প্রতিবছর প্রায় দশ হাজার চিকিৎসক স্নাতক শেষ করেন, কিন্তু আমাদের দেশে উচ্চশিক্ষার সুযোগ খুবই কম। এজন্য বিএসএমএমইউসহ তিনটি মেডিকেল বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত মেডিকেল কলেজগুলোতে চলমান পোস্ট গ্রাজুয়েশন কোর্সে আসন সংখ্যা বৃদ্ধি করা জরুরি।

দেশে বিশেষজ্ঞ চিকিৎসকদের শূন্যতার কথা জানিয়ে ডা. এনামুর রহমান বলেন, ‘আমাদের এনাম মেডিকেল কলেজের জন্য অনেক বিশেষজ্ঞ চিকিৎসক ও শিক্ষক প্রয়োজন, কিন্তু বিজ্ঞপ্তিতে দিয়েও তা খুঁজে পাওয়া যায় না।’

 এ সময় স্বাস্থ্য খাত নিয়ে গবেষণা ও মেডিকেলে উচ্চশিক্ষা বাড়ানোর বিষয়ে প্রধানমন্ত্রীর সদিচ্ছার কথা তুলে ধরেন ডা. এনামুর রহমান। বলেন, প্রধানমন্ত্রী চিকিৎসা ব্যবস্থা নিয়ে অত্যন্ত উদার। তাঁকে প্রস্তাব করলে অবশ্যই অনুমতি দিবেন। এজন্য বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিল এবং সিন্ডিকেট মিটিংয়ে আলোচনা করা যেতে পারে।

বিএসএমএমইউর ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের প্রশংসা করে ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, এ দেশের স্বাস্থ্য খাত, বিশেষ করে বেসরকারি পর্যায়ে চিকিৎসা এবং চিকিৎসা শিক্ষাকে এগিয়ে নিতে তাঁর অগ্রণী ভূমিকা অনস্বীকার্য। তাঁর একান্ত প্রচেষ্টায় বেসরকারি মেডিকেল কলেজগুলো প্রাণ খুঁজে পেয়েছে।

এ সময় ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধির বিষয়ে মন্ত্রী বলেন, ফায়ার ডিফেন্সের কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে দেশের যে কোনো দুর্যোগ মোকাবেলায় ঝাঁপিয়ে পড়েন। তারা আগুনে উত্তাপ সহ্য করে ও পানিতে ভিজে কাজ করছে। অনেক সময় অন্যের জীবন বাঁচাতে নিজের জীবনও দিতে হয়েছে। সরকার ফায়ার ডিফেন্সের যন্ত্রপাতি বৃদ্ধি ও কর্মীদের আরও দক্ষ করে তুলতে নানা পদক্ষেপ নিচ্ছে। 

বাংলাদেশে প্রায় ৪২ লক্ষ প্রশিক্ষিত ভোলান্টিয়ার রয়েছে জানিয়ে মন্ত্রী আরও বলেন, তারা দেশের যেকোনো দুর্যোগ মোকাবেলায় সদা প্রস্তুত।

বিশেষ অতিথির বক্তব্যে বিএসএমএমইউর ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, এ রকম মহড়া দেশের সকল হাসপাতাল এবং জনগুরুত্বপূর্ণ স্থানগুলোতে অব্যাহত রাখা জরুরি। 

দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রঞ্জিৎ কুমার সেন, এনডিসির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নজরুল ইসলাম খান প্রমুখ।

ওএফএফ/এমইউ

 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত