০৪ মার্চ, ২০২২ ০২:৩৪ পিএম

মেডিকেলের ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে হওয়া উচিত: শিক্ষামন্ত্রী

মেডিকেলের ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে হওয়া উচিত: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মেডিভয়েস রিপোর্ট: চলতি বছরের এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে হওয়া উচিত বলে মনে করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ শুক্রবার (৪ মার্চ) সকালে রাজধানী গুলশানের এক বেসরকারি হোটেলে ‘স্টাডি ইন ইন্ডিয়া এডুকেশন ফেয়ার-২০২২’—এর উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা জানান শিক্ষামন্ত্রী।

ডা. দীপু মনি বলেন, ‘শিক্ষার্থীরা যে পুর্ণবিন্যাসকৃত (সংক্ষিপ্ত) সিলেবাসে এইচএসসি ও সমমানের পরীক্ষা দিয়েছে সে সিলেবাসেই তাঁদের ভর্তি পরীক্ষা হওয়া উচিত।’

এদিকে পূর্ণাঙ্গ সিলেবাসে এমবিবিএস-বিডিএসের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবিব।

অধ্যাপক আহসান হাবিব মেডিভয়েসকে বলেন, গতবার যে সিলেবাসে এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, এবারও সেভাবে হবে। এটিই চূড়ান্ত, পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নেই।

সূত্রে জানা গেছে, ‘স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষা সংক্রান্ত কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি),  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় ও সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা। সবার মতামত গ্রহণের পর পূর্ণ সিলেবাসে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তারা বৈঠকে সংক্ষিপ্ত বা পূর্ণ হবে এমন কথা বলেননি। তারা বলেছেন, স্বাভাবিক নিয়মে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। অন্যান্য বছর যেভাবে ভর্তি পরীক্ষা হয়েছিল। এবারও একইভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। অর্থাৎ পূর্ণাঙ্গ সিলেবাসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক