০৪ মার্চ, ২০২২ ১০:৩১ এএম

অচিরেই তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধন চূড়ান্ত হবে: স্বাস্থ্যসেবা সচিব

অচিরেই তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধন চূড়ান্ত হবে: স্বাস্থ্যসেবা সচিব
২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে প্রধানমন্ত্রীর প্রত্যয় পূরণে কাজ করা হচ্ছে: স্বাস্থ্য সচিব।

মেডিভয়েস রিপোর্ট: মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান জিরো টলারেন্স। এজন্য শিগগিরই বর্তমান তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধন চূড়ান্ত হবে বলে  জানিয়েছেন  স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া। 

গতকাল বৃহস্পতিবার (৩মার্চ) সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত‘তামাকমুক্ত বাংলাদেশ গঠনে করণীয়’ শীর্ষক এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি । অনুষ্ঠানে ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদের ‘তামাক ছাড়ুন, সুস্থ থাকুন’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

স্বাস্থ্য সচিব বলেন, ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে প্রধানমন্ত্রীর প্রত্যয় পূরণে কাজ করা হচ্ছে। বর্তমানে তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশোধনের কাজ প্রায় শেষ পর্যায়ে। অচিরেই এটির পূর্ণাঙ্গ বাস্তবায়ন দেখা যাবে।

আলোচনায় সভায় ই-সিগারেটের ভয়াবহতা কথা উল্লেখ করে  মাদক দ্রব্য ও নেশা নিরোধ সংস্থা (মানস) এর প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডা. অরূপ রতন চৌধুরী বলেন, অন্যান্য দেশগুলোর মতো বাংলাদেশেও এটি নিষিদ্ধ করা উচিত। এছাড়া ধূমপানরোধে কঠোর আইন প্রণয়ন করতে হবে বলেও জানান তিনি।

স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (বিশ্বস্বাস্থ্য) কাজী জেবুন্নেছা বেগম বলেন, জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল (এনটিসিসি) সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর সমন্বয়ে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করছে। রোড ম্যাপ ও পলিসি নিয়ে কাজের ধারাবাহিকতায় বর্তমানে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের কাজও প্রায় শেষ পর্যায়ে। প্রত্যেকে যদি নিজ অবস্থান থেকে তামাক নিয়ন্ত্রণে কাজ করেন তবে অচিরেই দেশ তামাকমুক্ত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন যুগ্মসচিব (বিশ্ব স্বাস্থ্য অধিশাখা) নিলুফার নাজনীন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ন্যাশনাল প্রফেশনাল অফিসার ডা. সৈয়দ মাহফুজুল হক, ভাইটাল স্ট্রাটেজিসের হেড অব প্রোগ্রামস- বাংলাদেশ মো. শফিকুল ইসলাম, ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ প্রমুখ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক