২৭ ফেব্রুয়ারী, ২০২২ ০২:১৮ পিএম

নতুন ২০ হাজার নার্স নিয়োগ দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

নতুন ২০ হাজার নার্স নিয়োগ দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্ত্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

মেডিভয়েস রিপোর্ট: দেশের স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তন আনার লক্ষ্যে গত পাঁচ বছরে ১৫ চিকিৎসক ও ২০ হাজার নার্স নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, আরও নার্স-মেডিকেল টেকনোলজিস্টও নিয়োগ দেওয়া হবে।

আজ রোববার (২৭ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৪২তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে নব নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘১৪ হাজার কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্য সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হয়েছে। দেশের সব হাসপাতালে প্রায় ৬০ হাজার শয্যা আছে। আগের তুলনায় যা দ্বিগুণ।’

তিনি আরও বলেন, শিশু মাতৃমৃত্যুর হার ব্যাপক হারে কমে এসেছে। ভবিষ্যতে আরও কমে যাবে। এটা স্বাস্থ্যখাতের সাফল্য।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক