২৭ ফেব্রুয়ারী, ২০২২ ১০:১৩ এএম

দেশের হৃদরোগ চিকিৎসাসেবায় ব্যাপক উন্নতি: ডা. দীপু মনি

দেশের হৃদরোগ চিকিৎসাসেবায় ব্যাপক উন্নতি: ডা. দীপু মনি

মেডিভয়েস রিপোর্ট: দেশের হৃদরোগ চিকিৎসাসেবায় ব্যাপক উন্নতি হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, ‘দেশের হৃদরোগ বিশেষজ্ঞ ও চিকিৎসকরা দেশেই রোগীদের উন্নত চিকিৎসাসেবা প্রদান করায় দেশের মানুষ উপকৃত হচ্ছে, একই সাথে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে- যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।’

শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ কার্ডিওভাসকুলার রিসার্চ ফাউন্ডেশন ও যুক্তরাষ্ট্রের ইন্টারভেনশনাল একাডেমির যৌথ উদ্যোগে ২ দিনব্যাপী হৃদরোগ বিষয়ক আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্বে বাংলাদেশ কার্ডিওভাসকুলার রিসার্চ ফাউন্ডেশনের সভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) হল প্রভোস্ট অধ্যাপক ডা. এসএম মোস্তফা জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন।

সভায় আরও উপস্থিত ছিলেন বিএসএমএমইউর ভিসি অধ্যাপক ডা. মো. শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ, বিএসএমএমইউর সাবেক ভিসি অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, ইউজিসি অধ্যাপক ডা. সজল ব্যানার্জি প্রমুখ।

অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা ও চিকিৎসাশাস্ত্রের মানন্নোয়নে অবদানের জন্য ১৩ জন চিকিৎসককে স্মারক সম্মাননা প্রদান করা হয়েছে। এ ছাড়াও সভায় দেশের হৃদরোগ বিশেষজ্ঞ ও চিকিৎসকবৃন্দসহ বিশ্বের বিভিন্ন দেশের চিকিৎসকরা অংশগ্রহণ করেন। প্রথম দিনে (২৫ ফেব্রুয়ারি) লাইভ ট্রান্সমিশন বিষয়ক দুইটি সেশনসহ ১৭টি বৈজ্ঞানিক সেশন এবং দ্বিতীয় দিনে (২৬ ফেব্রুয়ারি) লাইভ ট্রান্সমিশন বিষয়ক দুইটি সেশনসহ মোট ২৩টি সেশন এই আন্তর্জাতিক সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক