‘সচেতনতায় কমতে পারে ডায়াবেটিস, হৃদরোগ ও উচ্চ রক্তচাপ’

মেডিভয়েস রিপোর্ট: সচেতনতার মাধ্যমে ডায়াবেটিস, হৃদরোগ ও উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগে আক্রান্তের হার ৮০ শতাংশ কমে আসতে পারে বলে জানিয়েছেন অধ্যাপক ডা. ফরিদুল আলম।
আজ শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস (বিইউএইচএস) আয়ােজিত নবম রিজিওনাল পাবলিক হেলথ কনফারেন্স অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. আনোয়ার হোসেন সভাপতিত্বে অনুষ্ঠিত কনফারেন্সে বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগের সাবেক সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ফরিদুল আলম, পাবলিক হেলথ এসোসিয়েশন অব বাংলাদেশ-এর সভাপতি অধ্যাপক শাহ মনির হোসেন ও স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব ডা. এ এম পারভেজ রহিম।
অধ্যাপক ডা. ফরিদুল আলম বলেন, দেশে সবার মাঝে সচেতনতা তৈরি করার মাধ্যমে মানুষের ডায়াবেটিস, হৃদরোগ ও উচ্চ রক্তচাপ জনিত নানা রোগে আক্রান্তের হার ৮০ শতাংশ কমে আসতে পারে। জনগনের স্বাস্থ্য সুরক্ষায় জনস্বাস্থ্যবিদদের অবদান অত্যন্ত প্রশংসনীয়।
মো. আসাদুল ইসলাম বলেন,‘কোভিড-১৯ অতিমারি জনিত বর্তমান প্রেক্ষাপটে রিজিওনাল পাবলিক হেলথ কনফারেন্সের আয়োজন করা খুবই গুরুত্ব বহন করে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা এই সম্মেলনে তাদের মূল্যবান জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করবেন, যা দেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।’
দুই দিনের এই কনফারেন্সে মোট ছয়টি সায়েন্টিফিক পেপার সেশন, পাঁচটি সিস্পোজিয়াম ও আটটি প্লেনারি সেশন থাকছে। এতে দেশ-বিদেশের তিন শতাধিক জনস্বাস্থ্যবিদ, চিকিৎসক ও গবেষক অংশগ্রহণ করেছেন।
আগামীকাল শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে কনফারেন্স শেষ হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মাে. শরফুদ্দিন আহমেদ উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ।