২২ ফেব্রুয়ারী, ২০২২ ০৯:৩৭ এএম

যথাযোগ্য মর্যাদায় চমেকে মাতৃভাষা দিবস পালিত

যথাযোগ্য মর্যাদায় চমেকে মাতৃভাষা দিবস পালিত
শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজের পক্ষে সর্বপ্রথম শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পণ করেন অধ্যক্ষ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. সাহেনা আক্তার।

মেডিভয়েস রিপোর্ট: যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

সোমবার (২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে জাতীয় পতাকা অর্ধনমিত এবং চমেক ক্যাম্পাসে স্থাপিত শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে একুশের কর্মসূচির সূচনা হয়েছে।

শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজের পক্ষে সর্বপ্রথম শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পণ করেন অধ্যক্ষ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. সাহেনা আক্তার। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ‘জাগ্রত রেসকোর্সে’ শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. শামীম আহসান, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. হাফিজুল ইসলাম, চমেক শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. মনোয়ার উল হক, সাধারণ সম্পাদক ডা. প্রণয় কুমার দত্ত, বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক