২০ ফেব্রুয়ারী, ২০২২ ০৫:০৯ পিএম

২৬ মার্চে এক কোটি ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত

২৬ মার্চে এক কোটি ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত
রোববার (২০ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। ছবি: প্রতীকী

মেডিভয়েস রিপোর্ট: মহান স্বাধীনতা দিবস (২৬ মার্চ) উপলক্ষে দেশে এক কোটি ডোজ করোনার ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা।

আজ রোববার (২০ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি জানান, ২৬ মার্চ সারাদেশে এক কোটি ডোজ  ভ্যাকসিন দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে ব্যাপক প্রচারের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, পৃথিবীর অনেক দেশ চাইলেও তাদের নাগরিকদের ভ্যাকসিন দিতে পারছে না। অথচ, আমাদের দেশে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। 

এছাড়া এখনও যারা ভ্যাকসিন নিতে পারেননি, তাদের ভ্যাকসিন নেওয়ার জন্য বৈঠকে আহ্বান জানানো হয়।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক