বিশ্বে একদিনে ১১২১২ জনের মৃত্যু

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বজুড়ে একদিনে করোনায় আক্রান্ত হয়ে ১১ হাজার ২১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা ৫৮ লাখ ৮১ হাজার ১২৮ জনে পৌঁছেছে। একদিনে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২০ লাখ ১৭ হাজার ৩৪৮ জন। এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪২ কোটি ৬৫ লাখ ৯৭ হাজার ৬২৮ জনে। একদিনে সুস্থ হয়ে উঠেছেন এক লাখ ৬৬ হাজার ৮৬ জন। এ ছাড়া আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ৩৪ কোটি ৪০ লাখ ৪৮ হাজার ৩৩৭ জন।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার নিয়মিত হালনাগাদ তথ্য দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।
ওয়েবসাইটটির তথ্য অনুযায়ী, জার্মানিতে একই সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন দুই লাখ ২৭ হাজার ৬১৩ জন এবং মারা গেছেন ২৪৪ জন। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক কোটি ৩১ লাখ ৫৪ হাজার ৫৪১ জন এবং মারা গেছেন ২১ হাজার ৪৪৭ জন।
একদিনে মৃতের তালিকায় শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। দেশটিতে একই সময়ে আক্রান্ত হয়েছেন এক লাখ তিন হাজার ৩৭৭ জন এবং মারা গেছেন দুই হাজার ১৮৪ জন। এ নিয়ে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন সাত কোটি ৯৯ লাখ ১৫ হাজার ৭৩৪ জন এবং মারা গেছেন ৯ লাখ ৫৫ হাজার ৪৯৭ জন।
একই সময়ে রাশিয়ায় আক্রান্ত হয়েছেন এক লাখ ৮০ হাজার ৬২২ জন এবং মারা গেছেন ৭৯০ জন। এ নিয়ে দেশটিতে আক্রান্ত হয়েছেন এক কোটি ৪৮ লাখ ৪০ হাজার ৫০২ জন এবং মারা গেছেন তিন লাখ ৪৩ হাজার ১৭৩ জন।
একই সময়ে আক্রান্তের দিক দিয়ে তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে নতুন করে আক্রান্ত হয়েছেন এক লাখ ২৯ হাজার ২৬৬ জন এবং মৃতের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা দেশটিতে মারা গেছেন এক হাজার ১২৯ জন। এই নিয়ে এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত রোগীর সংখ্যা দুই কোটি ৭৯ লাখ ৪১ হাজার ৪৭৬ জন এবং মারা গেছেন ছয় লাখ ৪১ হাজার ৯৯৭ জন।
এদিকে, আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় ও মৃতের দিক দিয়ে তৃতীয় অবস্থানে থাকা ভারতে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৭০৭ জন এবং মারা গেছেন ৪৯৬ জন। করোনা শুরু থেকে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন চার কোটি ২৭ লাখ ৭৯ হাজার ২২ জন এবং মারা গেছেন পাঁচ লাখ ১০ হাজার ৯৩৭ জন।
এছাড়া একই সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন যুক্তরাজ্যে ৫১ হাজার ৮৯৯ জন, ফ্রান্সে ৯২ হাজার ৩৪৫ জন।