১৬ ফেব্রুয়ারী, ২০২২ ০৪:৪৬ পিএম

যশোর মেডিকেল কলেজ হাসপাতাল ৫০০ বেডের দাবিতে মানববন্ধন

যশোর মেডিকেল কলেজ হাসপাতাল ৫০০ বেডের দাবিতে মানববন্ধন
যশোর মেডিকেল কলেজ হাসপাতাল বাস্তবায়ন সংগ্রাম কমিটির উদ্যোগে যশোর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়।

মেডিভয়েস রিপোর্ট: যশোর মেডিকেল কলেজ হাসপাতাল ৫০০ বেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় যশোর মেডিকেল কলেজ হাসপাতাল বাস্তবায়ন সংগ্রাম কমিটির উদ্যোগে যশোর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়।

যশোর মেডিকেল কলেজ হাসপাতাল বাস্তবায়ন সংগ্রাম কমিটির সভাপতি অ্যাডভোকেট আবুল হোসেনের নেতৃত্বে ঘণ্টাব্যাপী মানববন্ধনে যশোরের ১৫টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০১১ সালে যশোর মেডিকেল কলেজ স্থাপন করা হলেও দীর্ঘ ১০ বছরেও মেডিকেল কলেজ হাসপাতাল চালু করা হয়নি। এ অবস্থায় মেডিকেল শিক্ষার্থীদের যথাযথ শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি বৃহত্তর যশোর অঞ্চলের সাধারণ মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এ কারণে অবিলম্বে যশোরবাসীর প্রাণের দাবি যশোর মেডিকেল কলেজ হাসপাতাল ৫০০ বাস্তবায়ন করা হোক।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক