১৬ ফেব্রুয়ারী, ২০২২ ০৪:৩৯ পিএম

করোনায় আরও ১৫ জনের মৃত্যু, শনাক্ত ৩৯২৯

করোনায় আরও ১৫ জনের মৃত্যু, শনাক্ত ৩৯২৯
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, দেশে সুস্থ হয়েছেন মোট ১৯ লাখ ২৩ হাজার ৩১ জন রোগী। 

মেভিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৮ হাজার ৮৮৭ জন। এ সময় তিন হাজার ৯২৯ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৯ লাখ ২৩ হাজার ৩১ জনে।

আজ বুধবার (১৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অধিদপ্তরের উপপরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. জাকির হোসেন খানের স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় প্রাণ হারানো ১৫ জনের মধ্যে ১০ জন পুরুষ এবং পাঁচ জন নারী। তাদের মধ্যে ১৩ জন সরকারি হাসপাতালে এবং দুই জন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ৮৭৪ টি পরীক্ষাগারে ৩১ হাজার ৮৭৭ টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ৩২ হাজার ২০৭ টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল এক কোটি ৩০ লাখ ৯৬ হাজার ৪৫২টি। 

একই সময় সারাদেশে সুস্থ হওয়া রোগীর সংখ্যা তিন হাজার ৯২৯ জন। এ নিয়ে দেশে সুস্থ হয়েছেন মোট ১৯ লাখ ২৩ হাজার ৩১ জন রোগী। 

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২ দশমিক ২০ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৬৮ ভাগ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ২৪ ভাগ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৫০ ভাগ।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আর প্রথম করোনা রোগীর মৃত্যু হয় ওই বছরের ১৮ মার্চ। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক