১৫ ফেব্রুয়ারী, ২০২২ ০৬:৫৭ পিএম

করোনা টিকার প্রথম ডোজ শেষ হচ্ছে ২৬ ফেব্রুয়ারি

করোনা টিকার প্রথম ডোজ শেষ হচ্ছে ২৬ ফেব্রুয়ারি
অধ্যাপক খুরশীদ আলম বলেন, ২৬ ফেব্রুয়ারি সারা দেশে ‘এক দিনে এক কোটি’ কোভিড টিকা দেওয়ার কার্যক্রম পরিচালিত হবে। এরপর দ্বিতীয় ও বুস্টার ডোজ কার্যক্রম আরও গতিশীল করা হবে।

মেডিভয়েস রিপোর্ট: করোনা সংক্রমণ প্রতিরোধে দেশে চলমান টিকা কর্মসূচিতে প্রথম ডোজ টিকা প্রয়োগ কার্যক্রম আগামী ২৬ ফেব্রুয়ারি শেষ হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এরপর দ্বিতীয় ডোজ ও বুস্টার ডোজ প্রয়োগ কার্যক্রম আরও জোরদার করা হবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আজ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় এসব কথা বলেন অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

তিনি বলেন, ‘সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা গেছে, যাঁরা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অথবা মারা গেছেন, তাঁদের বেশির ভাগই টিকা নেননি। আমরা দেখেছি, যাঁরা করোনাভাইরাসের টিকা নিয়েছেন, তাঁদের মধ্যে মৃত্যুহার কম এবং হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যাও কম। এ অবস্থায় আমরা সবাইকে আহ্বান করছি, সবাই করোনার টিকা নিন এবং নিজেকে সুরক্ষিত রাখুন, দেশকে সুরক্ষিত রাখুন।’ 

তিনি আরও বলেন, ‘২৬ ফেব্রুয়ারি সারা দেশে ‘এক দিনে এক কোটি’ কোভিড টিকা দেওয়ার কার্যক্রম পরিচালিত হবে। এরপর দ্বিতীয় ও বুস্টার ডোজ কার্যক্রম আরও গতিশীল করা হবে।’

ডা. খুরশীদ আলম বলেন, ‘তখন আমরা দ্বিতীয় ও বুস্টার ডোজ নিয়ে ব্যস্ত থাকব। ফলে যাঁরা এখনো করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নেননি, তাঁরা বিলম্ব না করে কাছের টিকাদানকেন্দ্র থেকে টিকা নিয়ে নিন।’

দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ৪ হাজার ৭৪৬ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ সময় করোনায় আক্রান্ত ৩৪ জনের মৃত্যু হয়েছে।

আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সর্বশেষ ২৪ ঘণ্টায় আগের দিনের চেয়ে মৃত্যু, নতুন রোগী শনাক্ত ও শনাক্তের হার সবই বেড়েছে। আগের দিন ৪ হাজার ৬৯২ জনের সংক্রমণ শনাক্ত হয়েছিল। মৃত্যু হয়েছিল ১৯ জনের।

বাংলাদেশে গত বছরের ৭ ফেব্রুয়ারি করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ দেওয়া শুরু হয়। দুই মাস পর ৮ এপ্রিল শুরু হয় দ্বিতীয় ডোজ দেওয়ার কার্যক্রম। গেল বছরের ২৮ ডিসেম্বর তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ দেওয়া শুরু করে স্বাস্থ্য অধিদপ্তর।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক