চলতি মাসের শেষে খুলে দেওয়া হতে পারে স্কুল

মেডিভয়েস রিপোর্ট: দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি তুলনামূলকভাবে ভালো হওয়ায় এই মাসের শেষে স্কুল খুলে দেওয়া হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর শহিদ সোহরাওয়ার্দী হাসপাতালে এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
জাহিদ মালেক বলেন, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়সহ চিকিৎসক-নার্সরা যে কাজ করেছে, তার ফল আজকে সারা বাংলাদেশ পাচ্ছে। কীভাবে এটা হচ্ছে— কারণ মনে সাহস চলে এসেছে। এই সাহস আমরা জুগিয়েছি। ভ্যাকসিন ও চিকিৎসার মাধ্যমে দেশ এগিয়ে যাচ্ছে।
তিনি বলেন, করোনাকালে আমাদের চিকিৎসক-নার্সরা দিনরাত পরিশ্রম করেছেন, এখনো করে যাচ্ছেন। চিকিৎসক-নার্সসহ অনেক স্বাস্থ্যকর্মীকে আমরা হারিয়েছি। শুধু তারা নিজেরাই নয়, তাদের পরিবারের সদস্যরাও আক্রান্ত হয়েছেন, প্রাণ হারিয়েছেন। তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। তারা এ ক্রান্তিলগ্নে যেভাবে সেবা দিয়েছেন, তাদের জন্য আমাদের পক্ষ থেকে সবসময় শ্রদ্ধা থাকবে।