বিএসএমএমইউতে ভার্টিগো সমস্যা নিয়ে সেমিনার

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) সেন্ট্রাল সেমিনার সাব-কমিটির উদ্যোগে ভার্টিগো সমস্যা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (১৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ‘এ' ব্লক অডিটোরিয়ামে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
ভার্টিগো হচ্ছে মাথাঘোরা, ভারসাম্য হারানো ও মাথাঘুরে পড়ে যাওয়ার সংবেদন, যা কোনো গুরুতর অন্তর্নিহিত রোগ-ব্যাধির সঙ্গে যুক্ত থাকতে পারে। এটা ভারসাম্য, দৃষ্টির সংবেদনশীল ক্রিয়াকলাপকে প্রভাবিত করে। এটি ঘূর্ণিরোগ নামেও পরিচিত।
সেমিনার সাব-কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. বেলায়েত হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসএমএমইউর ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
এ সময় প্রধান অতিথি অধ্যাপক শারফুদ্দিন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন গবেষণা, মেডিক্যাল শিক্ষা ও চিকিৎসাসেবা কার্যক্রম জোরদার করেছে। এই ধরনের সেমিনার রোগীদের উন্নত চিকিৎসাসেবা প্রদানের মাধ্যমে রোগ নিরাময়সহ চিকিৎসা বিষয়ক নিত্য নতুন জ্ঞানের ভান্ডারকে আরো সমৃদ্ধ এবং মানুষকে আরো বেশি সচেতন করে তুলবে।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা শিক্ষা, সেবা ও গবেষণাকে কিভাবে আরো সমৃদ্ধ করা যায় এবং রোগীদের সুবিধার্থে ও শিক্ষা কার্যক্রমে এগিয়ে নিতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে বেশিক্ষণ ধরে মুখর রাখা যায়, সে বিষয়ে মূল্যবান দিক নির্দেশনা তুলে ধরেন।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন, ‘পেরিফেরাল ভার্টিগো এন্ড ইটস ম্যানেজমেন্ট’ বিষয়ে অধ্যাপক ডা. এএইচএম জহুরুল হক সাচ্চু, ‘এ্যাপ্রোচ টু এ পেশেন্ট অব ভার্টিগো উয়িথ সেন্ট্রাল ভার্টিগো’ বিষয়ে সহযোগী অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সবুজ এবং ‘এনাটমিক্যাল অ্যাসপেক্ট অব ভার্টিগো ’ বিষয় নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন সহযোগী অধ্যাপক ডা. লতিফা নিশাত। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান প্রমুখসহ বিভাগীয় ডিন, চেয়ারম্যান, শিক্ষক ও ছাত্রছাত্রীরা স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত ছিলেন।