১২ ফেব্রুয়ারী, ২০২২ ০৩:৫৫ পিএম

বিএসএমএমইউর রেসিডেন্সি কোর্সে ৪৪ চিকিৎসকের যোগদান গৃহীত

বিএসএমএমইউর রেসিডেন্সি কোর্সে ৪৪ চিকিৎসকের যোগদান গৃহীত
বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (শিক্ষা) ডা. জি এম সাদিক হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সেপ্টেম্বর ২০২১ সেশনের এমডি-এমএস রেসিডেন্সি কোর্স ফেজ-বিতে ৪৪ চিকিৎসকের যোগদান গৃহীত হয়েছে।

আজ শনিবার (১২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (শিক্ষা) ডা. জি এম সাদিক হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘এই বিশ্ববিদ্যালয়ে সেপ্টেম্বর ২০২১ সেশনে মেডিসিন, পেডিয়াট্রিক্স ও ডেন্টাল অনুষদের বিভিন্ন বিভাগে এমডি-এমএস রেসিডেন্সি কোর্সে ফেজ-বিতে ভর্তির নিমিত্ত কর্তৃপক্ষের অনুমোদনক্রমে নিম্নবর্ণিত সরকারি, বেসরকারি ও বিএসএমএমইউ শিক্ষার্থীদের নামের পার্শ্বে বর্ণনা মোতাবেক কোর্সে যোগদান গৃহীত হয়েছে।’

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বিএসএমএমইউর সকল অনুষদের ডিন, সকল অনুষদের কোর্স ডাইরেক্টর ও বিএসএমএমইউর পরীক্ষা নিয়ন্ত্রকসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

►অফিস আদেশটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক