বিচ্ছিন্ন হাত জোড়া লাগিয়ে অসাধারণ সাফল্য খুলনার চিকিৎসকদের

মেডিভয়েস রিপোর্ট: দুর্ঘটনায় কবজি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হাত জোড়া লাগিয়ে অসাধারণ সাফল্য দেখিয়েছেন খুলনার চিকিৎসকরা।
গত ৬ ফেব্রুয়ারি খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘ ৮ ঘণ্টার অপারেশন শেষে এক ভারতীয় নাগরিক মুন্না মাহোতের বিচ্ছিন্ন হাত প্রতিস্থাপন করেন তারা। হাসপাতালের চিফ কার্ডিয়াক সার্জন ডা. এ. ওয়াই. এম শহীদুল্লাহর নেতৃত্বে ৯ সদস্যের সার্জন টিম এ অপারেশন করেন।
চিকিৎসকরা বলেন, এখন মুন্না মাহোত কেটে যাওয়া হাতের আঙুল নড়াচড়া করতে পারছেন।
জানা গেছে, বাগেরহাটের রামপালে নির্মাণাধীন তাপবিদ্যুৎ কেন্দ্রে ক্রেন অপারেটর হিসেবে কর্মরত মুন্না মাহোত। গত ৬ ফেব্রুয়ারি দুপুরে ক্রেনে মাল পরিবহনের সময় ক্রেনের গ্লাস ডোর ভেঙে তার বাম হাতের কবজিতে পড়লে শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় হাতটি । তার সহকর্মীরা স্থানীয় চিকিৎসকের পরামর্শে বিচ্ছিন্ন হাতটি একটি পলিব্যাগে বরফ দিয়ে ডুবিয়ে এক ঘণ্টা পর খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সঙ্গে সঙ্গেই অপারেশন শুরু করেন ৯ সদস্যের চিকিৎসক টিম। দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত দীর্ঘ ৮ ঘণ্টা অপারেশন শেষে সফল হন চিকিৎসকরা।
মুন্না মহোত বলেন, হাত জোড়া লাগবে এমনটা ভাবেননি। এখন আঙুল নড়াচড়া করতে পারছি। চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ডা. শহীদুল্লাহ বলেন, অপারেশনে সফলতা পেয়ে আমরা খুশি। শিগগিরই মুন্না মাহোতের হাতের পুরো কার্যক্ষমতা ফিরে আসবে।
এদিকে অপারেশনটির সাফল্যকে বিরল ঘটনা বলে দাবি করেন খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালটির পরিচালক ডা. মোস্তফা কামাল।
আহত মুন্না মাহোত বর্তমানে সিটি মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিয়াক আইসিউইতে চিকিৎসাধীন রয়েছেন।