১০ ফেব্রুয়ারী, ২০২২ ১২:৩৬ পিএম

৭৫ ভাগের টিকা নেওয়া সম্পন্ন: স্বাস্থ্যমন্ত্রী 

৭৫ ভাগের টিকা নেওয়া সম্পন্ন: স্বাস্থ্যমন্ত্রী 
বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ছবি: আসাদুল ইসলাম দুলাল

মেডিভয়েস রিপোর্ট: দেশের ৭৫ ভাগ মানুষের করোনার টিকা নেওয়া হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বাকিদেরও দ্রুততম সময়ে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন। বিশ্ব ক্যান্সার দিবস উপলেক্ষ আজ বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রাজধানীর মহাখালীতে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিউট ও হাসপাতালে আয়োজিত আলোচনায় এসব কথা বলেন তিনি।

কোভিডের প্রকোপ কমে যায়নি উল্লেখ করে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জাহিদ মালেক।

মন্ত্রী বলেন, প্রতি বছর প্রায় এক লাখ মানুষ ক্যানসারে মারা যায়। ২০ লাখ মানুষ ক্যানসারে আক্রান্ত হয়। আর ঢাকার বাতাস দূষিত থাকায় ফুসফুসের ক্যানসার বাড়ছে।

জীবন যাত্রার মান বাড়ার সঙ্গে সঙ্গে অসংক্রামক রোগ বাড়ছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘৬৭ শতাংশ মানুষ এসব রোগে মারা যায়। প্রতি বছর প্রয় এক লাখ মানুষ ক্যানসারে মারা যায়। ২০ লাখ মানুষ ক্যানসারে আক্রান্ত হন।’

তিনি আরও বলেন, ঢাকার বাতাস দূষিত থাকায় ফুসফুসের ক্যানসার বাড়ছে। এ ছাড়া খাবারে ভেজাল, খাদ্য উৎপাদনে অধিক হারে কীটনাশকের ব্যবহার ও তামাকের কারণেও ক্যানসার বাড়ছে।

জাহিদ মালেক বলেন, দূষিত বাতাসের কারণে ফুসফুস ও খাবারে রং মেশানোর কারণে পাকস্থলি এবং স্থুলতার কারণে ক্যানসারে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এ ছাড়া বয়স ৭০-৮০ হলে ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়ে যায়।

এ সময় ক্যানসার প্রতিরোধে স্ক্রিনিং কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী। তিনি বলেন, ক্যানসার প্রতিরোধের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দ্রুততম সময়ে শনাক্তকরণ। এতে চিকিৎসার মাধ্যমে ক্যানসার থেকে সুস্থতা মেলে।

এ লক্ষ্যে ক্যানসার হাসপাতালে দ্রুত নতুন নতুন সব মেশিন দেওয়া হবে। পুরাতন যন্ত্রপাতির পরিবর্তন করে নতুন যন্ত্রপাতি সংযোজনা করা হবে। অন্য হাসপাতালগুলো আরও বিশেষায়িত ক্যানসার কেন্দ্র করা হবে। আট বিভাগের প্রিতিটিতে ক্যানসার সেন্টার করা হচ্ছে।

বক্তৃতায় সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান স্বাস্থ্যমন্ত্রী। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনার টিকা
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক