তিন শর্তে রংপুরের প্রাইম মেডিকেলের নবায়ন অনুমোদন

মেডিভয়েস রিপোর্ট: তিন শর্তে রংপুরের বেসরকারি প্রাইম মেডিকেল কলেজের ২০২১-২২ ও ২০২২-২৩ সেশনের শিক্ষাক্রম চালানোর একাডেমিক অনুমোদন নবায়ন দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের চিকিৎসা শিক্ষা-২ শাখার উপসচিব মো. রবিউল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, নিম্নোক্ত শর্তসমূহ আগামী তিন মাসের মধ্যে আবশ্যিকভাবে প্রতিপালনের শর্তে বেসরকারি প্রাইম মেডিকেল কলেজ, রংপুরের ২০২১-২২ ও ২০২২-২৩ শিক্ষাবর্ষের একাডেমিক অনুমোদন নির্দেশক্রমে নবায়ন করা হলো।’
শর্তসমূহ:
১. বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) অধিভুক্তি হালনাগাদকরণ করতে হবে।
২. ফার্মাকোলজি বিভাগের চারজন, ফরেনসিক মেডিসিন, প্যাথলজি, মাইক্রোবায়োলজি ও গাইনি বিভাগে তিনজন করে শিক্ষকের নিয়োগ বৃদ্ধি করতে হবে।
৩. মন্ত্রণালয়ের অনুমোদিত সার্ভিস রুলের ঘাটতি পূরণ করতে হবে।
মেডিকেল কলেজটির অধ্যক্ষের কাছে পাঠানো নির্দেশনার অনুলিপি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, বিএমডিসির রেজিস্ট্রারসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।
